মাদক ও পাচারবিরোধী দিবসে সাতক্ষীরায় র্যালি ও আলোচনা সভা
- সর্বশেষ আপডেট ০১:৫৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
- / 263
আন্তর্জাতিক মাদক ও পাচারবিরোধী দিবস উপলক্ষে সাতক্ষীরায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টায় র্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান। এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, পুলিশ সুপার মনিরুল ইসলাম, সিভিল সার্জন ডা. আব্দুস সালামসহ অন্যান্য কর্মকর্তারা।
বক্তারা বলেন, “মাদক যুবসমাজকে ধ্বংস করছে। সমাজকে এই ভয়াবহ ছোবল থেকে বাঁচাতে জনসচেতনতা গড়ে তুলতে হবে এবং কঠোর আইন প্রয়োগ করতে হবে।”
পুলিশ সুপার মনিরুল ইসলাম বলেন, “যদি কোনো পুলিশ সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকেন এবং ডোপ টেস্টে তা প্রমাণিত হয়, তবে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে।”
আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া ২২ জন বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
































