শিরোনাম
মাঝরাতে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
- সর্বশেষ আপডেট ০৭:৪৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
- / 114
ময়মনসিংহে জুলাই গণ-অভ্যুত্থানের সময় ছাত্র-জনতার আন্দোলনে সশস্ত্র হামলার মামলায় কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি জেসমিন আরা রুমা (২৭) গ্রেপ্তার হয়েছেন। সোমবার (৩ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে নগরীর মালগুদাম এলাকার নিজ বাস থেকে তাকে আটক করা হয়।
জেসমিন আরা রুমাকে ওই মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি মালগুদাম এলাকার বাসিন্দা ও অবসরপ্রাপ্ত রেল কর্মচারী আবু তাহেরের মেয়ে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, জেসমিন আরা রুমা ওই মামলায় সন্দেহভাজন। তাকে সংশ্লিষ্ট আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
































