মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২ পাইলট
- সর্বশেষ আপডেট ০৪:০৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
- / 106
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের হ্যামন্টন এলাকায় মাঝ আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষের ঘটনায় দুই পাইলট নিহত হয়েছেন। রোববার স্থানীয় সময় বিকেলে এই দুর্ঘটনা ঘটে।
হ্যামন্টন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত পাইলটরা হলেন ৬৫ বছর বয়সী কেনেথ এল কির্শ এবং ৭১ বছর বয়সী মাইকেল গ্রিনবার্গ। তারা দুজনই নিউ জার্সির বাসিন্দা ছিলেন।
যুক্তরাষ্ট্রের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (এফএএ) জানায়, দুর্ঘটনার সময় হেলিকপ্টার দুটিতে কোনো যাত্রী ছিলেন না। কেবল পাইলটরাই হেলিকপ্টার পরিচালনা করছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সংঘর্ষের পর একটি হেলিকপ্টার মাটিতে আছড়ে পড়ে আগুন ধরে যায়। পরে জরুরি সেবাদানকারী সংস্থার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) জানিয়েছে, দুর্ঘটনায় একটি এনস্টর্ম ২৮০সি এবং একটি এনস্টর্ম এফ-২৮এ মডেলের হালকা হেলিকপ্টার জড়িত ছিল। গ্রিনিচ মান সময় বিকেল ৪টা ২৫ মিনিটে সংঘর্ষের ঘটনাটি ঘটে।
হ্যামন্টন শহরটি পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়া শহর থেকে প্রায় ৩৫ মাইল দক্ষিণ-পূর্বে এবং আটলান্টিক সিটি এক্সপ্রেসওয়ের পাশে অবস্থিত।
দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে কেন্দ্রীয়ভাবে তদন্ত শুরু করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উল্লেখ্য, এর আগে চলতি বছরের জানুয়ারিতে ওয়াশিংটনে একটি সামরিক হেলিকপ্টার ও যাত্রীবাহী বিমানের সংঘর্ষে ৬৭ জন নিহত হয়। তবে বেসামরিক বিমান চলাচল খাতে সাম্প্রতিক বছরগুলোতে হেলিকপ্টার দুর্ঘটনার সংখ্যা তুলনামূলকভাবে কমেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।



































