মাজারে গামছা পরে শুয়ে ছিলেন সমু চৌধুরী, উদ্ধার করল পুলিশ
- সর্বশেষ আপডেট ০৮:১৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
- / 439
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মুখী শাহ্ মিসকিন মাজার এলাকা থেকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় গামছা পরা জনপ্রিয় অভিনেতা সমু চৌধুরীকে উদ্ধার করেছে পুলিশ।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম জানান, স্থানীয় যুবক মামুন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সমু চৌধুরীর একটি ছবি পোস্ট করলে বিষয়টি পুলিশের নজরে আসে। এরপরই তারা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।
তবে সমু চৌধুরী থানা বা অন্য কোথাও যেতে রাজি নন। তাকে কিছু জিজ্ঞাসা করলেই তিনি উত্তেজিত হয়ে পড়ছেন বলে জানান ওসি।
পুলিশ তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। জানা গেছে, তারা ঢাকায় অবস্থান করছিলেন এবং খবর পেয়ে এখন গফরগাঁওয়ে আসছেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তারা সমু চৌধুরীকে ঢাকায় নিয়ে যাবেন।
এর আগে বৃহস্পতিবার দুপুরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, গামছা পরিহিত সমু চৌধুরী গাবগাছের নিচে একটি পাটির ওপর শুয়ে আছেন। পাশে একটি পানির বোতল ও মাথার কাছে একটি কাপড়ের পুতুল রাখা রয়েছে।
তবে এখনও স্পষ্ট নয়, তিনি কীভাবে এবং কখন মাজার এলাকায় পৌঁছেছেন। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।


































