ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মাছ বহনের ঝুড়িতে লুঙ্গি দিয়ে মোড়ানো ২০ হাজার ইয়াবা

নিজস্ব প্রতিবেদক, উখিয়া
  • সর্বশেষ আপডেট ০৯:৩৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • / 170

মাছ বহনের ঝুড়িতে লুঙ্গি দিয়ে মোড়ানো ২০ হাজার ইয়াবা

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী এলাকা উখিয়ায় মাদক পাচার রোধে বিশেষ অভিযান চালিয়ে মাছ বহনের ঝুড়ির ভিতরে লুঙ্গি দিয়ে মোড়ানো অবস্থায় ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুই মাদক চোরাকারবারিকে আটক করা হয়।

সোমবার (৩০ জুন) বিকেল আনুমানিক ৩টার দিকে বিজিবির উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীন বালুখালী বিওপির টহল দল কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রহমতের বিল এলাকায় অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার সীমান্ত হয়ে ইয়াবার একটি চালান বাংলাদেশের ভেতরে প্রবেশ করতে পারে। এ তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা এলাকায় কৌশলে অবস্থান নেয়।

অভিযান চলাকালে মিয়ানমার দিক থেকে দুই ব্যক্তি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের দিকে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করে। পালানোর চেষ্টা করলেও বিজিবির সদস্যরা অবশেষে তাদের আটক করতে সক্ষম হয়।

আটককৃতদের নাম হলো—কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের রহমতের বিল গ্রামের বাসিন্দা মো. মামুন (২৬), পিতা মৃত হোসাইন এবং মো. সৈয়দুল বসর (২৮), পিতা আহমেদ হোসেন।

আটকের সময় তাদের কাছ থেকে একটি মাছ বহনের ঝুড়ি পাওয়া যায়। ঝুড়ির ভেতরে লুঙ্গি দিয়ে মোড়ানো অবস্থায় দুইটি প্যাকেট পাওয়া যায়, যার প্রতিটিতে ১০ হাজার করে মোট ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ছিল। বিজিবির সদস্যরা তাৎক্ষণিকভাবে ইয়াবাগুলো জব্দ করে এবং দুই চোরাকারবারিকে আটক করে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাদের উখিয়া থানায় হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

৬৪ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বলেন, “মাদক পাচার প্রতিরোধে সীমান্ত এলাকায় আমাদের অভিযান আরও জোরদার করা হয়েছে। যে কোনো মূল্যে মাদক প্রবাহ রোধে বিজিবির তৎপরতা অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, অভিযান শেষে পুরো এলাকা তল্লাশি করা হলেও আর কোনো অবৈধ দ্রব্য পাওয়া যায়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মাছ বহনের ঝুড়িতে লুঙ্গি দিয়ে মোড়ানো ২০ হাজার ইয়াবা

সর্বশেষ আপডেট ০৯:৩৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী এলাকা উখিয়ায় মাদক পাচার রোধে বিশেষ অভিযান চালিয়ে মাছ বহনের ঝুড়ির ভিতরে লুঙ্গি দিয়ে মোড়ানো অবস্থায় ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুই মাদক চোরাকারবারিকে আটক করা হয়।

সোমবার (৩০ জুন) বিকেল আনুমানিক ৩টার দিকে বিজিবির উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীন বালুখালী বিওপির টহল দল কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রহমতের বিল এলাকায় অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার সীমান্ত হয়ে ইয়াবার একটি চালান বাংলাদেশের ভেতরে প্রবেশ করতে পারে। এ তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা এলাকায় কৌশলে অবস্থান নেয়।

অভিযান চলাকালে মিয়ানমার দিক থেকে দুই ব্যক্তি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের দিকে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করে। পালানোর চেষ্টা করলেও বিজিবির সদস্যরা অবশেষে তাদের আটক করতে সক্ষম হয়।

আটককৃতদের নাম হলো—কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের রহমতের বিল গ্রামের বাসিন্দা মো. মামুন (২৬), পিতা মৃত হোসাইন এবং মো. সৈয়দুল বসর (২৮), পিতা আহমেদ হোসেন।

আটকের সময় তাদের কাছ থেকে একটি মাছ বহনের ঝুড়ি পাওয়া যায়। ঝুড়ির ভেতরে লুঙ্গি দিয়ে মোড়ানো অবস্থায় দুইটি প্যাকেট পাওয়া যায়, যার প্রতিটিতে ১০ হাজার করে মোট ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ছিল। বিজিবির সদস্যরা তাৎক্ষণিকভাবে ইয়াবাগুলো জব্দ করে এবং দুই চোরাকারবারিকে আটক করে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাদের উখিয়া থানায় হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

৬৪ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বলেন, “মাদক পাচার প্রতিরোধে সীমান্ত এলাকায় আমাদের অভিযান আরও জোরদার করা হয়েছে। যে কোনো মূল্যে মাদক প্রবাহ রোধে বিজিবির তৎপরতা অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, অভিযান শেষে পুরো এলাকা তল্লাশি করা হলেও আর কোনো অবৈধ দ্রব্য পাওয়া যায়নি।