ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহত ৩১ জন

মাইলস্টোন স্কুলে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৬:১৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • / 138

মাইলস্টোন স্কুলে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া

রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকার মাইলস্টোন স্কুলে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অন্তত ১৬৫ জন।

সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর একটি FT-7 BGI মডেলের প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। বিমানটি আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। আইএসপিআরের তথ্য অনুযায়ী, ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির এককভাবে বিমানটি চালাচ্ছিলেন। দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করার মাত্র ১২ মিনিট পরই দুর্ঘটনার শিকার হয় বিমানটি।

আইএসপিআরের সর্বশেষ তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। আহত ১৬৫ জনের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। আহতরা বার্ন ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সিএমএইচ, লুবনা জেনারেল হাসপাতাল, উত্তরা আধুনিক হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়লে ইট-পাটকেল ছোড়াছুড়ির ঘটনাও ঘটে।

ঘটনাস্থল থেকে বিবিসির সংবাদদাতা জানান, সংঘর্ষে অন্তত তিন শিক্ষার্থীর মাথায় আঘাত লেগেছে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

এ ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা জোরদার করেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহত ৩১ জন

মাইলস্টোন স্কুলে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া

সর্বশেষ আপডেট ০৬:১৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকার মাইলস্টোন স্কুলে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অন্তত ১৬৫ জন।

সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর একটি FT-7 BGI মডেলের প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। বিমানটি আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। আইএসপিআরের তথ্য অনুযায়ী, ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির এককভাবে বিমানটি চালাচ্ছিলেন। দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করার মাত্র ১২ মিনিট পরই দুর্ঘটনার শিকার হয় বিমানটি।

আইএসপিআরের সর্বশেষ তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। আহত ১৬৫ জনের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। আহতরা বার্ন ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সিএমএইচ, লুবনা জেনারেল হাসপাতাল, উত্তরা আধুনিক হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়লে ইট-পাটকেল ছোড়াছুড়ির ঘটনাও ঘটে।

ঘটনাস্থল থেকে বিবিসির সংবাদদাতা জানান, সংঘর্ষে অন্তত তিন শিক্ষার্থীর মাথায় আঘাত লেগেছে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

এ ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা জোরদার করেছে।