ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মাইলস্টোন ট্রাজেডি: দিঘীনালায় প্রদীপ প্রজ্বলন

নিজস্ব প্রতিবেদক, দিঘীনালা
  • সর্বশেষ আপডেট ১০:১০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • / 311

দিঘীনালায় প্রদীপ প্রজ্বলন

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণ ও আহতদের সুস্থতা কামনায় কালো ব্যাজ ধারণ ও প্রদীপ প্রজ্বলন করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) এবং দিঘীনালা ছাত্র-জনতা।

আজ ২২ জুলাই ২০২৫ (মঙ্গলবার) সন্ধ্যা ৭টায় উপজেলার উদালবাগান উচ্চ বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা সভাপতি মিঠুন চাকমা। সভা শেষ করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক রোনাল চাকমা।

রোনাল চাকমা বলেন, “গতকালের দুর্ঘটনায় সারা দেশ শোকাহত। কোমলমতি শিশুরা সবার প্রাণ ও মন ছুঁয়ে গেছে। পাহাড় থেকে সমতল—সব জায়গার মানুষ আজ নিস্তব্ধ ও হতবাক। দুর্ঘটনায় পাহাড়ের এক শিক্ষার্থীও প্রাণ হারিয়েছে। সমস্ত ধর্ম, বর্ণ ও জাতি ছাপিয়ে মানুষ আজ একত্রিত হয়েছে।

সারা দেশে বিভীষিকাময় পরিস্থিতি বিরাজ করছে। কোনো সরকারই এই দুর্ঘটনার দায় এড়াতে পারে না। অথচ আমরা দেখছি, শিক্ষার্থীদের ওপর সেনাবাহিনী ও পুলিশ লাঠিচার্জ করছে, এতে অনেকেই আহত হয়েছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং সরকারের কাছে এই দমন-পীড়ন বন্ধের আহ্বান জানাই।”

তিনি আরও বলেন, “সাম্প্রতিক সময়ে খাগড়াছড়ির ভাইবোনছড়ায় এক কিশোরী শিক্ষার্থী গণধর্ষণের শিকার হয়েছেন। বর্তমানে তিনি গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। অথচ জুলাইয়ের গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের রক্তের মাধ্যমে যে সরকার ক্ষমতায় এসেছে, সেই সরকারই আজ শিক্ষার্থীদের ওপর দমন চালাচ্ছে। আমরা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, নিহতদের যথাযথ ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানাচ্ছি। সেইসঙ্গে ভবিষ্যতে যাতে আর কোনো বিদ্যালয়ের ওপর এমন দুর্ঘটনা না ঘটে, তার জন্য সরকারকে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।”

প্রদীপ প্রজ্বলন কর্মসূচিতে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ প্রায় ৩০০ জন সাধারণ মানুষ অংশ নেন। নিহতদের স্মরণে কালো ব্যাজ ধারণ করে দুই মিনিট নীরবতা পালন করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মাইলস্টোন ট্রাজেডি: দিঘীনালায় প্রদীপ প্রজ্বলন

সর্বশেষ আপডেট ১০:১০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণ ও আহতদের সুস্থতা কামনায় কালো ব্যাজ ধারণ ও প্রদীপ প্রজ্বলন করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) এবং দিঘীনালা ছাত্র-জনতা।

আজ ২২ জুলাই ২০২৫ (মঙ্গলবার) সন্ধ্যা ৭টায় উপজেলার উদালবাগান উচ্চ বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা সভাপতি মিঠুন চাকমা। সভা শেষ করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক রোনাল চাকমা।

রোনাল চাকমা বলেন, “গতকালের দুর্ঘটনায় সারা দেশ শোকাহত। কোমলমতি শিশুরা সবার প্রাণ ও মন ছুঁয়ে গেছে। পাহাড় থেকে সমতল—সব জায়গার মানুষ আজ নিস্তব্ধ ও হতবাক। দুর্ঘটনায় পাহাড়ের এক শিক্ষার্থীও প্রাণ হারিয়েছে। সমস্ত ধর্ম, বর্ণ ও জাতি ছাপিয়ে মানুষ আজ একত্রিত হয়েছে।

সারা দেশে বিভীষিকাময় পরিস্থিতি বিরাজ করছে। কোনো সরকারই এই দুর্ঘটনার দায় এড়াতে পারে না। অথচ আমরা দেখছি, শিক্ষার্থীদের ওপর সেনাবাহিনী ও পুলিশ লাঠিচার্জ করছে, এতে অনেকেই আহত হয়েছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং সরকারের কাছে এই দমন-পীড়ন বন্ধের আহ্বান জানাই।”

তিনি আরও বলেন, “সাম্প্রতিক সময়ে খাগড়াছড়ির ভাইবোনছড়ায় এক কিশোরী শিক্ষার্থী গণধর্ষণের শিকার হয়েছেন। বর্তমানে তিনি গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। অথচ জুলাইয়ের গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের রক্তের মাধ্যমে যে সরকার ক্ষমতায় এসেছে, সেই সরকারই আজ শিক্ষার্থীদের ওপর দমন চালাচ্ছে। আমরা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, নিহতদের যথাযথ ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানাচ্ছি। সেইসঙ্গে ভবিষ্যতে যাতে আর কোনো বিদ্যালয়ের ওপর এমন দুর্ঘটনা না ঘটে, তার জন্য সরকারকে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।”

প্রদীপ প্রজ্বলন কর্মসূচিতে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ প্রায় ৩০০ জন সাধারণ মানুষ অংশ নেন। নিহতদের স্মরণে কালো ব্যাজ ধারণ করে দুই মিনিট নীরবতা পালন করা হয়।