ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মাইলস্টোন কলেজে রোববার থেকে সীমিত পরিসরে ক্লাস চালু

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:৩৪:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • / 154

মাইলস্টোন কলেজে রোববার থেকে সীমিত পরিসরে ক্লাস চালু

উত্তরার মর্মান্তিক বিমান বিধ্বস্ত ঘটনার কয়েকদিন পরই শিক্ষা কার্যক্রম পুনরায় চালু করতে যাচ্ছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। আগামী রোববার, ২৭ জুলাই থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস সীমিত পরিসরে শুরু হবে। পরে ধাপে ধাপে অন্যান্য শ্রেণির ক্লাস চালু করার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।

বুধবার (২৩ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেন প্রতিষ্ঠানের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল। তিনি বলেন, ‘‘বিমান বিধ্বস্তের ঘটনায় প্রতিষ্ঠানটি বড় ধরনের আঘাত পেয়েছে। শিক্ষার্থীদের মানসিক ট্রমা কাটিয়ে ওঠা এবং একাডেমিক ক্ষতি পুষিয়ে তুলতেই আমরা ধাপে ধাপে ক্লাস চালু করছি।’’

গত ২১ জুলাই, দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়। এতে প্রাণহানির ঘটনা ঘটেছে এবং বহু মানুষ আহত হয়েছেন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টা পর্যন্ত পাওয়া তথ্যে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, ১৬৫ জন এখনো চিকিৎসাধীন রয়েছেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১১ জন, বর্তমানে সেখানে ৪৫ জন দগ্ধ রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া সিএমএইচ-এ মৃত্যু হয়েছে ৯ জনের, সেখানে ১৫ জন চিকিৎসাধীন রয়েছেন।

এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ঢাকার ৯টি হাসপাতালে মোট ৫৭ জন দগ্ধ রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মাইলস্টোন কলেজে রোববার থেকে সীমিত পরিসরে ক্লাস চালু

সর্বশেষ আপডেট ১১:৩৪:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

উত্তরার মর্মান্তিক বিমান বিধ্বস্ত ঘটনার কয়েকদিন পরই শিক্ষা কার্যক্রম পুনরায় চালু করতে যাচ্ছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। আগামী রোববার, ২৭ জুলাই থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস সীমিত পরিসরে শুরু হবে। পরে ধাপে ধাপে অন্যান্য শ্রেণির ক্লাস চালু করার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।

বুধবার (২৩ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেন প্রতিষ্ঠানের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল। তিনি বলেন, ‘‘বিমান বিধ্বস্তের ঘটনায় প্রতিষ্ঠানটি বড় ধরনের আঘাত পেয়েছে। শিক্ষার্থীদের মানসিক ট্রমা কাটিয়ে ওঠা এবং একাডেমিক ক্ষতি পুষিয়ে তুলতেই আমরা ধাপে ধাপে ক্লাস চালু করছি।’’

গত ২১ জুলাই, দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়। এতে প্রাণহানির ঘটনা ঘটেছে এবং বহু মানুষ আহত হয়েছেন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টা পর্যন্ত পাওয়া তথ্যে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, ১৬৫ জন এখনো চিকিৎসাধীন রয়েছেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১১ জন, বর্তমানে সেখানে ৪৫ জন দগ্ধ রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া সিএমএইচ-এ মৃত্যু হয়েছে ৯ জনের, সেখানে ১৫ জন চিকিৎসাধীন রয়েছেন।

এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ঢাকার ৯টি হাসপাতালে মোট ৫৭ জন দগ্ধ রোগী চিকিৎসাধীন রয়েছেন।