মহিষ চুরি করে নৌকায় পালানোর সময় গ্রেপ্তার ৩
- সর্বশেষ আপডেট ০২:২৯:১৪ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
- / 83
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় দুর্গম চরাঞ্চল থেকে মহিষ চুরি করে নৌকাযোগে পালানোর সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করে পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
রোববার (১৪ ডিসেম্বর) উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের চর দুর্গাপুর এলাকা থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন—উলিপুর উপজেলার ধামশ্রেণি ইউনিয়নের কাশিয়াগাড়ি গ্রামের আশরাফুল ইসলাম ওরফে রফিক (২৬), হাতিয়া ইউনিয়নের বগাপাড়া গ্রামের মিলন মিয়া ওরফে আনিছুর (২৬) এবং চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল সড়কটারী গ্রামের রেজাউল করিম ওরফে আবু সাঈদ (২৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, সাহেবের আলগা ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের বেষ্টিত দুর্গম চর দুর্গাপুর এলাকায় সিদ্দিক শেখের গোয়ালঘর থেকে চারটি মহিষ চুরি হয়। বিষয়টি জানাজানি হলে সিদ্দিক শেখের পরিবারের সদস্যরা ও স্থানীয়রা মহিষগুলোর সন্ধানে খোঁজ শুরু করেন।
রোববার সকালে আনুমানিক ৯টার দিকে নদীর একটি ঘাটে নৌকায় চারটি মহিষ তোলার সময় তিনজনকে দেখতে পান স্থানীয়রা। মহিষগুলোর বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তারা সন্তোষজনক কোনো উত্তর দিতে না পারায় সন্দেহ সৃষ্টি হয়। এক পর্যায়ে স্থানীয়রা তাদের আটক করে। উত্তেজনার মধ্যে মারধরের ঘটনাও ঘটে বলে জানা গেছে।
খবর পেয়ে নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মহিষগুলো উদ্ধারসহ আটক তিনজনকে পুলিশ হেফাজতে নেয়।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
































