ঢাকা ০২:২৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মহাসড়কে অবরোধ, আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, মাদারীপুর
  • সর্বশেষ আপডেট ১১:১৫:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • / 67

জুলাই-আগস্টের গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা–বরিশাল মহাসড়কে গাছ ফেলে সড়ক অবরোধের ঘটনায় সন্ত্রাস দমন আইনে মামলা করেছে পুলিশ।

রোববার (১৬ নভেম্বর) রাতে মাদারীপুরের কালকিনি থানার এসআই আবু তালেব বাদী হয়ে মামলাটি করেন।

এতে কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, কালকিনি পৌরসভার সাবেক মেয়র এনায়েত হোসেন হাওলাদারসহ মোট ৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলার পর রাতেই এজাহারভুক্ত আসামি কালকিনি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মহিউদ্দিন হাওলাদারকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে নিজ বাড়ি উপজেলার পশ্চিম মিনাজদী এলাকা থেকে আটক করা হয়।

অবরোধের পর উপজেলা বিএনপি-জামায়াতের নেতা-কর্মী, ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ প্রায় চার ঘণ্টা পর সড়ক থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, গোপালপুর ব্রিজ এলাকায় নিষিদ্ধ কার্যক্রম চালানোর সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটায়। তারা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে সরকারবিরোধী স্লোগান দেয়। এতে দীর্ঘ সময় যান চলাচল ব্যাহত হয়।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মহাসড়কে অবরোধ, আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সর্বশেষ আপডেট ১১:১৫:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

জুলাই-আগস্টের গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা–বরিশাল মহাসড়কে গাছ ফেলে সড়ক অবরোধের ঘটনায় সন্ত্রাস দমন আইনে মামলা করেছে পুলিশ।

রোববার (১৬ নভেম্বর) রাতে মাদারীপুরের কালকিনি থানার এসআই আবু তালেব বাদী হয়ে মামলাটি করেন।

এতে কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, কালকিনি পৌরসভার সাবেক মেয়র এনায়েত হোসেন হাওলাদারসহ মোট ৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলার পর রাতেই এজাহারভুক্ত আসামি কালকিনি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মহিউদ্দিন হাওলাদারকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে নিজ বাড়ি উপজেলার পশ্চিম মিনাজদী এলাকা থেকে আটক করা হয়।

অবরোধের পর উপজেলা বিএনপি-জামায়াতের নেতা-কর্মী, ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ প্রায় চার ঘণ্টা পর সড়ক থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, গোপালপুর ব্রিজ এলাকায় নিষিদ্ধ কার্যক্রম চালানোর সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটায়। তারা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে সরকারবিরোধী স্লোগান দেয়। এতে দীর্ঘ সময় যান চলাচল ব্যাহত হয়।