ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মর্মান্তিক দুর্ঘটনার শিকার অহনা কুমরা

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৩:৩৫:৪১ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • / 96

অহনা কুমরা

ভারতের অভিনেত্রী অহনা কুমরা সম্প্রতি এক ভয়াবহ দুর্ঘটনার মুখোমুখি হলেও অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন। পরে নিশ্চিত হওয়া যায়, এই ঘটনায় তাঁর শরীরে কোনো ধরনের আঘাত লাগেনি এবং তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অহনাকে ঘিরে নানা গুঞ্জন শুরু হয়। তবে তাঁর ঘনিষ্ঠ সূত্র দ্রুতই বিষয়টি পরিষ্কার করে জানায়, অভিনেত্রীর শারীরিক অবস্থার কোনো অবনতি হয়নি এবং উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই।

দুর্ঘটনাটি ঠিক কোথায় ঘটেছে—এ বিষয়ে এখনো পর্যন্ত নির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ্যে আসেনি। এ নিয়ে অহনা নিজেও সামাজিক মাধ্যমে কোনো মন্তব্য বা পোস্ট দেননি।

এদিকে, জনপ্রিয় পাপারাজ্জি বরিন্দর চাওলা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অহনার দুর্ঘটনাগ্রস্ত গাড়ির একটি ছবি শেয়ার করলে অনুরাগীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। ছবিটি দেখেই অনেকেই আশঙ্কা প্রকাশ করেন অভিনেত্রীর নিরাপত্তা নিয়ে।

ক্যারিয়ারের দিকে তাকালে দেখা যায়, সম্প্রতি রিয়্যালিটি শো ‘রাইজ অ্যান্ড ফল’-এ অংশ নিয়ে আলোচনায় ছিলেন অহনা কামরা। ওই শোতে আরেক প্রতিযোগী পবন সিংয়ের সঙ্গে তাঁর তীব্র বাকবিতণ্ডা দর্শকদের নজর কাড়ে। অনুষ্ঠান সম্প্রচারের পর অহনা জানান, পবন সিংকে নিয়ে করা মন্তব্যের জেরে তিনি তাঁর অনুরাগীদের কাছ থেকে প্রাণনাশের হুমকি পেয়েছেন। বিষয়টি নিয়ে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে শোয়ের প্রযোজকদেরও অবহিত করেছিলেন বলে জানান তিনি।

অভিনয় জীবনে অহনা কামরা বিভিন্ন ধরনের চরিত্রে কাজ করে আলাদা পরিচিতি গড়ে তুলেছেন। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া একাধিক জনপ্রিয় ওয়েব সিরিজ ও চলচ্চিত্রে তাঁর অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। সাহসী ও চ্যালেঞ্জিং চরিত্রে সাবলীল অভিনয়ের মাধ্যমে তিনি বারবার নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। স্পষ্ট বক্তব্য, আত্মবিশ্বাস এবং ভিন্নধর্মী চরিত্রে নিজেকে ভেঙে উপস্থাপনের চেষ্টাই তাঁকে সমসাময়িক অনেকের থেকে এগিয়ে রেখেছে বলে মনে করেন অনেকে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মর্মান্তিক দুর্ঘটনার শিকার অহনা কুমরা

সর্বশেষ আপডেট ০৩:৩৫:৪১ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫

ভারতের অভিনেত্রী অহনা কুমরা সম্প্রতি এক ভয়াবহ দুর্ঘটনার মুখোমুখি হলেও অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন। পরে নিশ্চিত হওয়া যায়, এই ঘটনায় তাঁর শরীরে কোনো ধরনের আঘাত লাগেনি এবং তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অহনাকে ঘিরে নানা গুঞ্জন শুরু হয়। তবে তাঁর ঘনিষ্ঠ সূত্র দ্রুতই বিষয়টি পরিষ্কার করে জানায়, অভিনেত্রীর শারীরিক অবস্থার কোনো অবনতি হয়নি এবং উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই।

দুর্ঘটনাটি ঠিক কোথায় ঘটেছে—এ বিষয়ে এখনো পর্যন্ত নির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ্যে আসেনি। এ নিয়ে অহনা নিজেও সামাজিক মাধ্যমে কোনো মন্তব্য বা পোস্ট দেননি।

এদিকে, জনপ্রিয় পাপারাজ্জি বরিন্দর চাওলা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অহনার দুর্ঘটনাগ্রস্ত গাড়ির একটি ছবি শেয়ার করলে অনুরাগীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। ছবিটি দেখেই অনেকেই আশঙ্কা প্রকাশ করেন অভিনেত্রীর নিরাপত্তা নিয়ে।

ক্যারিয়ারের দিকে তাকালে দেখা যায়, সম্প্রতি রিয়্যালিটি শো ‘রাইজ অ্যান্ড ফল’-এ অংশ নিয়ে আলোচনায় ছিলেন অহনা কামরা। ওই শোতে আরেক প্রতিযোগী পবন সিংয়ের সঙ্গে তাঁর তীব্র বাকবিতণ্ডা দর্শকদের নজর কাড়ে। অনুষ্ঠান সম্প্রচারের পর অহনা জানান, পবন সিংকে নিয়ে করা মন্তব্যের জেরে তিনি তাঁর অনুরাগীদের কাছ থেকে প্রাণনাশের হুমকি পেয়েছেন। বিষয়টি নিয়ে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে শোয়ের প্রযোজকদেরও অবহিত করেছিলেন বলে জানান তিনি।

অভিনয় জীবনে অহনা কামরা বিভিন্ন ধরনের চরিত্রে কাজ করে আলাদা পরিচিতি গড়ে তুলেছেন। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া একাধিক জনপ্রিয় ওয়েব সিরিজ ও চলচ্চিত্রে তাঁর অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। সাহসী ও চ্যালেঞ্জিং চরিত্রে সাবলীল অভিনয়ের মাধ্যমে তিনি বারবার নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। স্পষ্ট বক্তব্য, আত্মবিশ্বাস এবং ভিন্নধর্মী চরিত্রে নিজেকে ভেঙে উপস্থাপনের চেষ্টাই তাঁকে সমসাময়িক অনেকের থেকে এগিয়ে রেখেছে বলে মনে করেন অনেকে।