ময়মনসিংহে পরকীয়ার জেরে ভাতিজা খুন, আহত ৩
- সর্বশেষ আপডেট ০৬:১৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
- / 118
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় দেবর-ভাবির পরকীয়া নিয়ে পারিবারিক বিরোধের জেরে এক যুবক খুন হয়েছেন। শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভাইকান্দি ইউনিয়নের রঘুরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম ইকবাল হোসেন (২৫)। তিনি ওই গ্রামের বাবুল মিয়ার ছেলে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রমজান আলী নামের এক ব্যক্তি পেশাগত কারণে ঢাকায় বসবাস করেন। তার স্ত্রী সোহেলী আক্তার গ্রামের বাড়িতে থাকতেন। এ সময় সোহেলীর সঙ্গে রমজান আলীর চাচাতো ভাই সাদ্দামের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। কয়েক দিন আগে ইকবাল হোসেন তাদের একত্রে দেখে ফেলেন এবং বিষয়টি পরিবারে জানিয়ে দেন। এতে উভয় পরিবারের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
শনিবার রাতে কথা-কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় সাদ্দাম ছুরি দিয়ে ইকবালের বুকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় ইকবালকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষে আরও তিনজন আহত হয়েছেন।
পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাদি বলেন, “পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড ঘটেছে। মরদেহ উদ্ধার করা হয়েছে, এবং আইনি প্রক্রিয়া চলছে।”

































