মব ভায়োলেন্স পুরো নিয়ন্ত্রণ না হলেও কমেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সর্বশেষ আপডেট ০৫:২৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
- / 197
মব ভায়োলেন্স পুরোপুরি নিয়ন্ত্রণ না হলেও তা অনেকটাই কমিয়ে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (২৪ জুন) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “সম্পূর্ণ নিয়ন্ত্রণ হয়তো সম্ভব হয়নি, তবে পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই উন্নত। আমরা প্রতিটি ঘটনা নজরে রাখছি এবং প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।”
সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, “এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতে যেন এমন না ঘটে, সেজন্য আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। যারা জড়িত, তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। যদি কোনো পুলিশ সদস্য জড়িত থাকে, তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”
আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “পুলিশ আগের চেয়ে অনেক বেশি সক্রিয় হয়েছে। বর্তমান বাহিনী আরও মানবিকভাবে কাজ করছে। নির্বাচনকালীন সময়েও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা প্রস্তুত।”
তবে এই দায়িত্ব শুধু সরকারের একার নয় বলেও উল্লেখ করেন তিনি। “নির্বাচনে যারা অংশ নেবেন, তাদের আচরণ ও দৃষ্টিভঙ্গিও পরিস্থিতি শান্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, সরকার সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত,” বলেন মো. জাহাঙ্গীর আলম।




































