ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মধ্যরাতে হাওলাদার পরিবহনের মিনিবাসে আগুন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
  • সর্বশেষ আপডেট ০২:১৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • / 43

মধ্যরাতে হাওলাদার পরিবহনের মিনিবাসে আগুন

সোমবার দিবাগত রাত। ঘড়ির কাঁটায় দেড়টা ছুঁইছুঁই। চারদিক নিশ্চুপ। সেই মুহূর্তে বরিশাল সদর উপজেলার দিনারেরপুল এলাকায় একটি যাত্রীবাহী মিনিবাসে হঠাৎ দাউদাউ করে জ্বলে ওঠে আগুন

হাওলাদার পরিবহনের গাড়িটিতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে পালিয়ে গেছে, এমন অভিযোগ বাকেরগঞ্জ বাস মালিক সমিতির।

এদিকে, হঠাৎ এই অগ্নিসংযোগে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কারা জড়িত, কেন এই আগুন, তা জানতে তদন্তে নেমেছে পুলিশ। ধারণা করা হ‌চ্ছে কার্যক্রম নি‌ষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহ‌যো‌গী সংগঠ‌নের‌ নেতাকর্মীরা এই ঘটনা ঘ‌টি‌য়ে‌ছে।

গাড়িটির মালিক আব্দুর রহিম বলেন, মিনিবাসটি চরকাউয়া–লাহারহাট–গোমা রুটে যাত্রী পরিবহন করে। কালের কণ্ঠকে তিনি জানান, রাতে বাসটি দিনারেরপুল এলাকায় দাঁড়িয়ে ছিল। আনুমানিক দেড়টার দিকে দুর্বৃত্তরা তাতে আগুন ধরিয়ে পালিয়ে যায়। স্থানীয়দের সহায়তায় রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

কিন্তু ততক্ষণে ভেতরের ডেকোরেশনসহ প্রায় সবই পুড়ে ছাই হয়ে যায়। তার হিসাব অনুযায়ী, ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ লাখ টাকা।
ঘটনাস্থলের অদূরে জিরোপয়েন্ট এলাকায় টহল পুলিশের অবস্থান থাকলেও আগুন নেভানোর পর তারা ঘটনাস্থলে পৌঁছায়। সকালে সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা জায়গাটি পরিদর্শন করেন। বিকেলে মালিককে বন্দর থানায় লিখিত অভিযোগের পরামর্শ দেওয়া হয়।

সমিতির সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম জানান, ঢাকা মেট্রো জ-০৪-০১১২ রেজিস্ট্রেশন নম্বরের বাসটিতে ইচ্ছাকৃতভাবে অগ্নিসংযোগ করা হয়েছে। আমরা তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মধ্যরাতে হাওলাদার পরিবহনের মিনিবাসে আগুন

সর্বশেষ আপডেট ০২:১৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

সোমবার দিবাগত রাত। ঘড়ির কাঁটায় দেড়টা ছুঁইছুঁই। চারদিক নিশ্চুপ। সেই মুহূর্তে বরিশাল সদর উপজেলার দিনারেরপুল এলাকায় একটি যাত্রীবাহী মিনিবাসে হঠাৎ দাউদাউ করে জ্বলে ওঠে আগুন

হাওলাদার পরিবহনের গাড়িটিতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে পালিয়ে গেছে, এমন অভিযোগ বাকেরগঞ্জ বাস মালিক সমিতির।

এদিকে, হঠাৎ এই অগ্নিসংযোগে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কারা জড়িত, কেন এই আগুন, তা জানতে তদন্তে নেমেছে পুলিশ। ধারণা করা হ‌চ্ছে কার্যক্রম নি‌ষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহ‌যো‌গী সংগঠ‌নের‌ নেতাকর্মীরা এই ঘটনা ঘ‌টি‌য়ে‌ছে।

গাড়িটির মালিক আব্দুর রহিম বলেন, মিনিবাসটি চরকাউয়া–লাহারহাট–গোমা রুটে যাত্রী পরিবহন করে। কালের কণ্ঠকে তিনি জানান, রাতে বাসটি দিনারেরপুল এলাকায় দাঁড়িয়ে ছিল। আনুমানিক দেড়টার দিকে দুর্বৃত্তরা তাতে আগুন ধরিয়ে পালিয়ে যায়। স্থানীয়দের সহায়তায় রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

কিন্তু ততক্ষণে ভেতরের ডেকোরেশনসহ প্রায় সবই পুড়ে ছাই হয়ে যায়। তার হিসাব অনুযায়ী, ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ লাখ টাকা।
ঘটনাস্থলের অদূরে জিরোপয়েন্ট এলাকায় টহল পুলিশের অবস্থান থাকলেও আগুন নেভানোর পর তারা ঘটনাস্থলে পৌঁছায়। সকালে সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা জায়গাটি পরিদর্শন করেন। বিকেলে মালিককে বন্দর থানায় লিখিত অভিযোগের পরামর্শ দেওয়া হয়।

সমিতির সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম জানান, ঢাকা মেট্রো জ-০৪-০১১২ রেজিস্ট্রেশন নম্বরের বাসটিতে ইচ্ছাকৃতভাবে অগ্নিসংযোগ করা হয়েছে। আমরা তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।