ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মদ ভেবে ডেটল পান করলেন ৬০ বছরের বৃদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১১:০৯:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • / 129

মদ ভেবে ডেটল পান করলেন ৬০ বছরের বৃদ্ধ

পশ্চিমবঙ্গের নদীয়ার চাকদাহ থানার এনায়েতপুরে একটি পারিবারিক অনুষ্ঠানের মাঝে ঘটে গেল এক রকমের বিপজ্জনক বিভ্রান্তি। ৬০ বছর বয়সী নির্মল সরদার অসাবধানতায় মদ ভেবে পান করে ফেলেন জীবাণুনাশক তরল ডেটল! এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, সকাল থেকেই পারিবারিক আয়োজনে অংশ নিচ্ছিলেন নির্মল সরদার। সেসময়ে তিনি কিছু মদ্যপান করেছিলেন। পরে পিপাসা মেটাতে গিয়ে ঘরে রাখা একটি বোতলের ডেটলকে ভুলবশত মদ ভেবে পান করে ফেলেন। কিছুক্ষণের মধ্যেই তার শারীরিক অবস্থার অবনতি হয়—শুরু হয় বমি ও মাথা ঘোরা।

বমির তীব্র গন্ধ থেকেই পরিবারের সদস্যদের সন্দেহ হয়, তিনি হয়তো ডেটল পান করেছেন। তাৎক্ষণিকভাবে তাকে চাকদা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, তার অবস্থা এখন স্থিতিশীল। তবে শরীরে বিষক্রিয়া রোধে সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

চিকিৎসকদের মতে, ডেটলের মতো জীবাণুনাশক তরল সেবন করলে তা হজমতন্ত্র, পাকস্থলি এমনকি যকৃতেও মারাত্মক ক্ষতির আশঙ্কা থাকে।

বৃদ্ধ নির্মল সরদার হাসপাতালে শুয়ে বলেন, “ভাত খাওয়ার পর পানির খোঁজ করছিলাম। কাছে যা পেয়েছি, সেটাই খেয়ে ফেলি। পরে বুঝি যে ভুল হয়ে গেছে।”

এ ধরনের ভুল এড়াতে ভবিষ্যতে ডেটল বা অন্যান্য রাসায়নিক দ্রব্য সাবধানে রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মদ ভেবে ডেটল পান করলেন ৬০ বছরের বৃদ্ধ

সর্বশেষ আপডেট ১১:০৯:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

পশ্চিমবঙ্গের নদীয়ার চাকদাহ থানার এনায়েতপুরে একটি পারিবারিক অনুষ্ঠানের মাঝে ঘটে গেল এক রকমের বিপজ্জনক বিভ্রান্তি। ৬০ বছর বয়সী নির্মল সরদার অসাবধানতায় মদ ভেবে পান করে ফেলেন জীবাণুনাশক তরল ডেটল! এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, সকাল থেকেই পারিবারিক আয়োজনে অংশ নিচ্ছিলেন নির্মল সরদার। সেসময়ে তিনি কিছু মদ্যপান করেছিলেন। পরে পিপাসা মেটাতে গিয়ে ঘরে রাখা একটি বোতলের ডেটলকে ভুলবশত মদ ভেবে পান করে ফেলেন। কিছুক্ষণের মধ্যেই তার শারীরিক অবস্থার অবনতি হয়—শুরু হয় বমি ও মাথা ঘোরা।

বমির তীব্র গন্ধ থেকেই পরিবারের সদস্যদের সন্দেহ হয়, তিনি হয়তো ডেটল পান করেছেন। তাৎক্ষণিকভাবে তাকে চাকদা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, তার অবস্থা এখন স্থিতিশীল। তবে শরীরে বিষক্রিয়া রোধে সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

চিকিৎসকদের মতে, ডেটলের মতো জীবাণুনাশক তরল সেবন করলে তা হজমতন্ত্র, পাকস্থলি এমনকি যকৃতেও মারাত্মক ক্ষতির আশঙ্কা থাকে।

বৃদ্ধ নির্মল সরদার হাসপাতালে শুয়ে বলেন, “ভাত খাওয়ার পর পানির খোঁজ করছিলাম। কাছে যা পেয়েছি, সেটাই খেয়ে ফেলি। পরে বুঝি যে ভুল হয়ে গেছে।”

এ ধরনের ভুল এড়াতে ভবিষ্যতে ডেটল বা অন্যান্য রাসায়নিক দ্রব্য সাবধানে রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।