ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মঙ্গলবার ঢাকায় আসার অনুমতি চেয়েছে এয়ার অ্যাম্বুলেন্স

বিশেষ প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০৯:৪২:৩৮ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • / 136

মঙ্গলবার ঢাকায় আসার অনুমতি চেয়েছে এয়ার অ্যাম্বুলেন্স

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে চিকিৎসার জন্য নেওয়ার উদ্দেশ্যে কাতার সরকারের ব্যবস্থা করা এয়ার অ্যাম্বুলেন্সটি আগামী মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকায় নামার অনুমতি চেয়েছে। অনুমতি মিললে পরদিন ১০ ডিসেম্বর খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবে বিমানটি।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একজন দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, জার্মান এভিয়েশন কোম্পানি এফএআই অ্যাভিয়েশন গ্রুপ তৃতীয় পক্ষের মাধ্যমে ৯ ডিসেম্বর ঢাকায় অবতরণ ও ১০ ডিসেম্বর লন্ডনে উড্ডয়নের জন্য শিডিউল অনুমোদনের আবেদন জমা দিয়েছে।

বেবিচক আবেদনটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে প্রয়োজনীয় ছাড়পত্রের জন্য।

কর্তৃপক্ষ আরও জানায়, কাতার সরকার খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিশ্চিত করতে এফএআই অ্যাভিয়েশন গ্রুপের একটি অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করেছে। ব্যবহৃত বিমানটি বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪ (CL60)—দীর্ঘ দূরত্বের জরুরি মেডিকেল পরিবহনে ব্যবহৃত একটি নির্ভরযোগ্য মডেল। জার্মানির শীর্ষ এয়ার অ্যাম্বুলেন্স অপারেটররাই এই ধরনের মিশন-ক্রিটিক্যাল বিমান পরিচালনা করে থাকে। এর ট্রান্সকন্টিনেন্টাল সক্ষমতা ঢাকা থেকে লন্ডন পর্যন্ত চিকিৎসা পরিবহনের জন্য উপযোগী বলে উল্লেখ করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মঙ্গলবার ঢাকায় আসার অনুমতি চেয়েছে এয়ার অ্যাম্বুলেন্স

সর্বশেষ আপডেট ০৯:৪২:৩৮ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে চিকিৎসার জন্য নেওয়ার উদ্দেশ্যে কাতার সরকারের ব্যবস্থা করা এয়ার অ্যাম্বুলেন্সটি আগামী মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকায় নামার অনুমতি চেয়েছে। অনুমতি মিললে পরদিন ১০ ডিসেম্বর খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবে বিমানটি।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একজন দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, জার্মান এভিয়েশন কোম্পানি এফএআই অ্যাভিয়েশন গ্রুপ তৃতীয় পক্ষের মাধ্যমে ৯ ডিসেম্বর ঢাকায় অবতরণ ও ১০ ডিসেম্বর লন্ডনে উড্ডয়নের জন্য শিডিউল অনুমোদনের আবেদন জমা দিয়েছে।

বেবিচক আবেদনটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে প্রয়োজনীয় ছাড়পত্রের জন্য।

কর্তৃপক্ষ আরও জানায়, কাতার সরকার খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিশ্চিত করতে এফএআই অ্যাভিয়েশন গ্রুপের একটি অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করেছে। ব্যবহৃত বিমানটি বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪ (CL60)—দীর্ঘ দূরত্বের জরুরি মেডিকেল পরিবহনে ব্যবহৃত একটি নির্ভরযোগ্য মডেল। জার্মানির শীর্ষ এয়ার অ্যাম্বুলেন্স অপারেটররাই এই ধরনের মিশন-ক্রিটিক্যাল বিমান পরিচালনা করে থাকে। এর ট্রান্সকন্টিনেন্টাল সক্ষমতা ঢাকা থেকে লন্ডন পর্যন্ত চিকিৎসা পরিবহনের জন্য উপযোগী বলে উল্লেখ করা হয়।