ভোট পাওয়ার জন্য মিথ্যা আশ্বাস দেই না : মির্জা আব্বাস
- সর্বশেষ আপডেট ০৯:৩৮:২৯ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
- / 65
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, তিনি ভোটের জন্য মিথ্যা প্রতিশ্রুতি দেন না এবং নির্বাচনের পর কাউকে এড়িয়ে যাওয়ার অভ্যাসও নেই, কারণ তিনি নিজেই এই এলাকার মানুষ।
রবিবার বিকেলে মালিবাগের আবুজর গিফারী কলেজে আয়োজিত মতবিনিময় ও খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তিনি অভিযোগ করেন, খেলার মাঠ, বিনোদনের স্থান ও ক্লাবগুলো দখল হয়ে যাওয়ায় তরুণেরা ক্রমেই বিপথে যাচ্ছে। আওয়ামী লীগ এসব জায়গা দখল করে ভবন বানিয়ে ফেলেছে বলেও দাবি করেন তিনি।
তিনি জানান, আগামী নির্বাচনে জনগণ তাকে নির্বাচিত করলে এলাকার মাঠ, পার্ক, ক্লাবসহ সব দখলমুক্ত করবেন। তার ভাষায়, এলাকার বাইরের লোকজন এসব সম্পদের মূল্য বোঝে না, তাই দখলদারি বেড়েছে।
১৭ বছর পর কলেজে এসে এলাকা ঘুরে দেখে হতাশা প্রকাশ করেন তিনি। তার মতে, অনেক স্থাপনা দখলে গেছে এবং মাদক সিন্ডিকেট শক্তিশালী হয়ে উঠেছে। তবে এসব নির্মূলে তিনি এলাকাবাসীর সহযোগিতা চাইলেন।
তিনি আরও বলেন, একজন মাদকাসক্ত শুধু পরিবারের জন্য নয়, সমাজের জন্যও বোঝা। যে কোনো সমস্যায় সরাসরি ফোন করতে তিনি সবাইকে আহ্বান জানান এবং ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
ঢাকা শহরের জলাবদ্ধতা প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, খাল ও জলাশয় দখলমুক্ত না করলে স্থায়ী সমাধান সম্ভব নয়। ময়লা পানি বের হওয়ার পথ বন্ধ হয়ে যাওয়ায় পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, যা দ্রুত ঠিক করার প্রয়োজন রয়েছে।































