ভেস্তে গেল পাকিস্তান-আফগানিস্তান শান্তি সংলাপ
- সর্বশেষ আপডেট ০৩:১৫:৫২ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
- / 103
ইস্তাম্বুলে অনুষ্ঠিত পাকিস্তান ও আফগানিস্তানের শান্তি সংলাপ ভেস্তে গেছে। কোনো ধরনের চুক্তি বা লিখিত সমঝোতা ছাড়াই শেষ হয়েছে এই সংলাপ।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। তিনি পুরো বিষয়টিকে ‘অচলাবস্থা’ বলে উল্লেখ করেছেন।
তিনি বলেন, “একটি সম্পূর্ণ অচলাবস্থা তৈরি হয়েছে। আমাদের সংলাপ অনির্দিষ্ট পর্যায়ে পৌঁছেছে। এর আর কোনো ভবিষ্যৎ নেই।”
গত বৃহস্পতিবার ইস্তাম্বুলে পাকিস্তান ও আফগানিস্তানের সরকারি প্রতিনিধিরা তৃতীয় দফা সংলাপে বসেন। এই সংলাপের পর দুই দেশের মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষর হওয়ার কথা ছিল। তবে প্রত্যাশিত সেই চুক্তি হয়নি, বরং সংলাপ প্রাসঙ্গিকতাই হারিয়েছে।
দুই দেশকে আলোচনার টেবিলে আনতে কাতার ও তুরস্ক ব্যাপক কূটনৈতিক প্রচেষ্টা চালায়। সাক্ষাৎকারে তাদের ধন্যবাদ জানিয়ে আসিফ বলেন, “আমরা সন্ত্রাস নির্মূলে আফগানিস্তানের সহযোগিতা চেয়েছিলাম, আর কাতার ও তুরস্কের মধ্যস্থতাকারীরা আমাদের অবস্থানকে সমর্থন করেছেন। এজন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। এমনকি আফগান প্রতিনিধিরাও প্রথমে আমাদের অবস্থানের সঙ্গে একমত হয়েছিলেন।”
তিনি আরও বলেন, “কিন্তু যখনই শান্তি চুক্তি স্বাক্ষরের প্রসঙ্গ উঠল, তারা পিছিয়ে গেলেন। তারা চান, তাদের মৌখিক প্রতিশ্রুতিতেই আমরা আস্থা রাখি। এটা কীভাবে সম্ভব? কোনো আন্তর্জাতিক আলোচনা কি কখনো সমঝোতা স্মারক বা চুক্তি স্বাক্ষর ছাড়া হয়?”
































