ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ট্রাম্পের দাবি

মাদুরো ও তাঁর স্ত্রীকে বন্দি করেছে আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৩:৪৯:১০ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • / 142

নিকোলাস মাদুরো ও তার স্ত্রী

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে ‘বন্দি করে দেশ থেকে বের করে আনা হয়েছে’। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই বিস্ফোরক দাবি করেন।

পোস্টে ট্রাম্প লেখেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে একটি “বড় পরিসরের সামরিক অভিযান” পরিচালনা করেছে। তাঁর দাবি অনুযায়ী, এই অভিযানের সময় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করা হয় এবং পরে বিমানযোগে দেশটির বাইরে সরিয়ে নেওয়া হয়। ট্রাম্প আরও বলেন, এই অভিযানটি যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করেই পরিচালিত হয়েছে।

ট্রাম্প জানান, এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে এবং স্থানীয় সময় সকাল ১১টায় ফ্লোরিডার মার-এ-লাগোতে একটি সংবাদ সম্মেলন করার কথাও উল্লেখ করেন তিনি।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ও তাঁর স্ত্রী আটক
Trump Truth Post

তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো—এই দাবির সত্যতা এখনো কোনো নিরপেক্ষ বা আন্তর্জাতিক সংবাদ সংস্থা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, তারা এই তথ্য স্বতন্ত্রভাবে নিশ্চিত করতে সক্ষম হয়নি।

এ বিষয়ে এখন পর্যন্ত ভেনেজুয়েলা সরকার, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন) কিংবা হোয়াইট হাউসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বিস্ফোরণ ও সামরিক তৎপরতার খবর ছড়িয়ে পড়লে দেশটিতে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। সেই প্রেক্ষাপটেই ট্রাম্পের এই দাবি আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

বিশ্লেষকদের মতে, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং এর বাস্তবতা নিশ্চিত না হওয়া পর্যন্ত সতর্কতার সঙ্গে তথ্য গ্রহণ করা জরুরি।
ঘটনার সত্যতা ও বিস্তারিত জানতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর পরবর্তী যাচাইকৃত প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে বিশ্ববাসী।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ট্রাম্পের দাবি

মাদুরো ও তাঁর স্ত্রীকে বন্দি করেছে আমেরিকা

সর্বশেষ আপডেট ০৩:৪৯:১০ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে ‘বন্দি করে দেশ থেকে বের করে আনা হয়েছে’। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই বিস্ফোরক দাবি করেন।

পোস্টে ট্রাম্প লেখেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে একটি “বড় পরিসরের সামরিক অভিযান” পরিচালনা করেছে। তাঁর দাবি অনুযায়ী, এই অভিযানের সময় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করা হয় এবং পরে বিমানযোগে দেশটির বাইরে সরিয়ে নেওয়া হয়। ট্রাম্প আরও বলেন, এই অভিযানটি যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করেই পরিচালিত হয়েছে।

ট্রাম্প জানান, এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে এবং স্থানীয় সময় সকাল ১১টায় ফ্লোরিডার মার-এ-লাগোতে একটি সংবাদ সম্মেলন করার কথাও উল্লেখ করেন তিনি।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ও তাঁর স্ত্রী আটক
Trump Truth Post

তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো—এই দাবির সত্যতা এখনো কোনো নিরপেক্ষ বা আন্তর্জাতিক সংবাদ সংস্থা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, তারা এই তথ্য স্বতন্ত্রভাবে নিশ্চিত করতে সক্ষম হয়নি।

এ বিষয়ে এখন পর্যন্ত ভেনেজুয়েলা সরকার, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন) কিংবা হোয়াইট হাউসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বিস্ফোরণ ও সামরিক তৎপরতার খবর ছড়িয়ে পড়লে দেশটিতে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। সেই প্রেক্ষাপটেই ট্রাম্পের এই দাবি আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

বিশ্লেষকদের মতে, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং এর বাস্তবতা নিশ্চিত না হওয়া পর্যন্ত সতর্কতার সঙ্গে তথ্য গ্রহণ করা জরুরি।
ঘটনার সত্যতা ও বিস্তারিত জানতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর পরবর্তী যাচাইকৃত প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে বিশ্ববাসী।