ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১০

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:২১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • / 82

রাজধানী ঢাকাসহ সারাদেশে ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত ১০ জনের নিহতের খবর পাওয়া গেছে। এছাড়াও, তিন শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। নিহত ১০ জনের মধ্যে নরসিংদীতে ৫ জন, ঢাকায় ৪ জন ও নারায়ণগঞ্জে ১ জন।

নিহত ব্যক্তিরা হলেন, ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র রাফিউল ইসলাম (২০), ব্যবসায়ী আবদুর রহিম (৪৮), তার ছেলে আবদুল আজিজ ওরফে রিমন (১২) এবং নিরাপত্তাকর্মী মাকসুদ (৫০)। নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিহত হয় ১০ মাস বয়সী ফাতেমা; নরসিংদীতে শিশু ওমর ফারুক (১০), তার বাবা দেলোয়ার হোসেন (৪০), ফোরকান মিয়া (৩৫) এবং বৃদ্ধ কাজেম আলী (৭৫) ও নাসির উদ্দীন (৬৫)।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে ঢাকার অদূরে নরসিংদীর মাধবদীতে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের উৎপত্তি। আবহাওয়া দফতর জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল। ভয় আর আতঙ্কে ছুটোছুটি করেন বহু মানুষ। এর মাঝেই ঘটে যায় হতাহতের ঘটনাও।

ভূমিকম্পের সময় বংশালের কসাইটুলি এলাকায় একটি ভবনের রেলিং ধসে পড়ে এক শিশুসহ তিনজন নিহত হন। তারা হলেন- রাফিউল ইসলাম (২০), ব্যবসায়ী আবদুর রহিম (৪৮), তার ছেলে রিমন (১২)। আহত হয় বেশ কয়েকজন। মুগদা মদিনাবাগে নির্মাণাধীন ভবনের রেলিং ধসে পড়ে ভবনের নিরাপত্তাকর্মী মাকসুদ (৫০) নিহত হন। নিহতের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায়। এতে আহত হয়েছেন আরও কয়েকজন।

ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। পলাশ উপজেলার মালিতা গ্রামে মাটির ঘরে দেয়াল ধসে নিহত হয়েছেন বৃদ্ধ কাজেম আলী ভূঁইয়া। ভূমিকম্পের সময় আতঙ্কে হার্ট অ্যাটাকে ষাটোর্ধ্ব আরও এক বৃদ্ধ নাসির উদ্দিন মারা যান। এছাড়াও সদর উপজেলার গাবতলী এলাকায় বহুতল ভবনের দেয়াল ধসে পাশের টিনশেড বাড়িতে পড়ে তিনজন আহত হয়। এছাড়াও শিবপুরে গাছ থেকে পড়ে মৃত্যু হয় ফোরকান মিয়ার।

অন্যদিকে নারায়ণগঞ্জে দেয়াল ধসে এক শিশুর মৃত্যু হয়। এদিকে ঢাকা জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসার মো. সালাহ উদ্দীন-আল-ওয়াদুদ এক বিজ্ঞপ্তিতে ভূমিকম্পে ১৪টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১০

সর্বশেষ আপডেট ১১:২১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫

রাজধানী ঢাকাসহ সারাদেশে ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত ১০ জনের নিহতের খবর পাওয়া গেছে। এছাড়াও, তিন শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। নিহত ১০ জনের মধ্যে নরসিংদীতে ৫ জন, ঢাকায় ৪ জন ও নারায়ণগঞ্জে ১ জন।

নিহত ব্যক্তিরা হলেন, ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র রাফিউল ইসলাম (২০), ব্যবসায়ী আবদুর রহিম (৪৮), তার ছেলে আবদুল আজিজ ওরফে রিমন (১২) এবং নিরাপত্তাকর্মী মাকসুদ (৫০)। নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিহত হয় ১০ মাস বয়সী ফাতেমা; নরসিংদীতে শিশু ওমর ফারুক (১০), তার বাবা দেলোয়ার হোসেন (৪০), ফোরকান মিয়া (৩৫) এবং বৃদ্ধ কাজেম আলী (৭৫) ও নাসির উদ্দীন (৬৫)।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে ঢাকার অদূরে নরসিংদীর মাধবদীতে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের উৎপত্তি। আবহাওয়া দফতর জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল। ভয় আর আতঙ্কে ছুটোছুটি করেন বহু মানুষ। এর মাঝেই ঘটে যায় হতাহতের ঘটনাও।

ভূমিকম্পের সময় বংশালের কসাইটুলি এলাকায় একটি ভবনের রেলিং ধসে পড়ে এক শিশুসহ তিনজন নিহত হন। তারা হলেন- রাফিউল ইসলাম (২০), ব্যবসায়ী আবদুর রহিম (৪৮), তার ছেলে রিমন (১২)। আহত হয় বেশ কয়েকজন। মুগদা মদিনাবাগে নির্মাণাধীন ভবনের রেলিং ধসে পড়ে ভবনের নিরাপত্তাকর্মী মাকসুদ (৫০) নিহত হন। নিহতের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায়। এতে আহত হয়েছেন আরও কয়েকজন।

ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। পলাশ উপজেলার মালিতা গ্রামে মাটির ঘরে দেয়াল ধসে নিহত হয়েছেন বৃদ্ধ কাজেম আলী ভূঁইয়া। ভূমিকম্পের সময় আতঙ্কে হার্ট অ্যাটাকে ষাটোর্ধ্ব আরও এক বৃদ্ধ নাসির উদ্দিন মারা যান। এছাড়াও সদর উপজেলার গাবতলী এলাকায় বহুতল ভবনের দেয়াল ধসে পাশের টিনশেড বাড়িতে পড়ে তিনজন আহত হয়। এছাড়াও শিবপুরে গাছ থেকে পড়ে মৃত্যু হয় ফোরকান মিয়ার।

অন্যদিকে নারায়ণগঞ্জে দেয়াল ধসে এক শিশুর মৃত্যু হয়। এদিকে ঢাকা জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসার মো. সালাহ উদ্দীন-আল-ওয়াদুদ এক বিজ্ঞপ্তিতে ভূমিকম্পে ১৪টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন।