ঢাকা ০৮:০২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভূমিকম্পে গাজীপুরে স্কুল-মসজিদসহ বেশ কয়েকটি বাড়িতে ফাটল

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
  • সর্বশেষ আপডেট ১২:২৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • / 202

ভূমিকম্পে গাজীপুরে স্কুল-মসজিদসহ বেশ কয়েকটি বাড়িতে ফাটল

গাজীপুরে শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত ভূমিকম্পে শহরের ভবন ও বাড়িঘর কেঁপে ওঠে। আতঙ্কে অনেক বাসিন্দা উঁচু ভবন ও বাড়ি থেকে দ্রুত রাস্তায় নেমে আসেন।

জেলা পুলিশের ও স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুরের কালীগঞ্জে স্কুল, মসজিদসহ বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা দিয়েছে। টঙ্গী স্টেশন রোড এলাকার বাসিন্দা ইকবাল জানিয়েছেন, স্টেশন রোডের একটি ছয়তলা ভবন হেলে গিয়ে পাশের ভবনের সঙ্গে লেগে গেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন জানান, ভূমিকম্পের প্রাথমিক সময় তেমন কোনো বড় ক্ষয়ক্ষতির খবর তাদের কাছে এখনও আসেনি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনে জরুরি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ভূমিকম্পে গাজীপুরে স্কুল-মসজিদসহ বেশ কয়েকটি বাড়িতে ফাটল

সর্বশেষ আপডেট ১২:২৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

গাজীপুরে শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত ভূমিকম্পে শহরের ভবন ও বাড়িঘর কেঁপে ওঠে। আতঙ্কে অনেক বাসিন্দা উঁচু ভবন ও বাড়ি থেকে দ্রুত রাস্তায় নেমে আসেন।

জেলা পুলিশের ও স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুরের কালীগঞ্জে স্কুল, মসজিদসহ বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা দিয়েছে। টঙ্গী স্টেশন রোড এলাকার বাসিন্দা ইকবাল জানিয়েছেন, স্টেশন রোডের একটি ছয়তলা ভবন হেলে গিয়ে পাশের ভবনের সঙ্গে লেগে গেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন জানান, ভূমিকম্পের প্রাথমিক সময় তেমন কোনো বড় ক্ষয়ক্ষতির খবর তাদের কাছে এখনও আসেনি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনে জরুরি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রয়েছে।