ভূমিকম্প নিয়ে শেখ হাসিনার অডিও বার্তা
- সর্বশেষ আপডেট ০৩:০৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
- / 56
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক অডিও বার্তায় বলেছেন, তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার সময় দেশজুড়ে যে ভূমিকম্প ও পরপর কম্পন অনুভূত হয়, তিনি সেটিকে ‘আল্লাহর খেলা’ মনে করেন। দলের নেতাকর্মীদের উদ্দেশে পাঠানো বার্তায় তিনি এই মন্তব্য করেন।
অডিও বার্তায় শেখ হাসিনা বলেন, মৃত্যুদণ্ডের রায় ঘোষণার দিনই চট্টগ্রাম বন্দরের লিজ–সংক্রান্ত চুক্তির বিষয়টি সামনে আসে। আর সেই ঘটনার পরপরই দেশে একাধিক ভূমিকম্প ঘটে। তার ভাষায়, “আমাকে ফাঁসির রায় দিলো, একই দিনে বন্দর লিজের চুক্তিও করলো। এর পরই বড় ভূমিকম্প হলো, আবার দুই দিন ধরে টানা কম্পন। এটা আল্লাহরই ইশারা।”
তিনি ভূমিকম্পে নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেন এবং আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, বর্তমান প্রশাসনের দুর্বলতার কারণেই উদ্ধারকাজ ও চিকিৎসায় বিশৃঙ্খলা তৈরি হয়েছে। তার দাবি, “আমি ক্ষমতায় থাকলে এ ধরনের দুর্যোগে ব্যবস্থা নেওয়া কখনোই থমকে থাকত না।”
জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনাল গত ১৭ নভেম্বর শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন। একই রায়ে পুলিশের সাবেক প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করেন।
অডিও বার্তায় শেখ হাসিনা চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে লিজ দেওয়ার প্রক্রিয়াও সমালোচনা করেন। এ বিষয়ে করা রিটের ওপর হাইকোর্ট গত ৩০ জুলাই রুল জারি করেছিল।
রুলের শুনানিতে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) হাইকোর্ট বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি লিজ প্রক্রিয়া স্থগিতের পক্ষে মত দেন। তবে বেঞ্চের অন্য বিচারপতি রিট খারিজের পক্ষে মত প্রকাশ করেন, ফলে আদেশ বাতিল হয়ে যায়।
২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা কেঁপে ওঠে। নরসিংদীর মাধবদী ছিল এর উৎপত্তিস্থল। এতে বিভিন্ন ভবনে ফাটল তৈরি হয় এবং অন্তত ১০ জনের মৃত্যু ঘটে।
পরবর্তী কয়েক দিন—২২, ২৩, ২৬ নভেম্বর এবং সর্বশেষ ৪ ডিসেম্বর—দেশে আবারও হালকা ভূমিকম্প অনুভূত হয়, যা জনমনে উদ্বেগ বাড়ায়।
































