ভিসাপ্রত্যাশী শিক্ষার্থীদের জন্য নতুন শর্ত দিল আমেরিকা
- সর্বশেষ আপডেট ১০:৩৬:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
- / 127
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য আবেদন করতে ইচ্ছুক বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন শর্ত দিয়ে নির্দেশনা জারি করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। নির্দেশনায় বলা হয়েছে, স্টুডেন্ট ভিসার আবেদনকারীদের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোকে ‘পাবলিক’ বা সবার জন্য উন্মুক্ত রাখতে হবে। কোনোভাবেই এসব প্রোফাইল লক রাখা যাবে না। এই নির্দেশনা অমান্য করলে ভিসা আবেদন বাতিল করা হতে পারে।
এই বিষয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে দ্য টাইমস অব ইসরায়েল, এবং পরে আন্তর্জাতিক নানা গণমাধ্যমে তা আলোচিত হয়।
পররাষ্ট্র দপ্তরের ভাষ্য অনুযায়ী, ভিসা আবেদনের প্রক্রিয়া পুনরায় চালু হলেও আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পোস্ট, মতামত ও কার্যক্রমের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। বিশেষভাবে খতিয়ে দেখা হবে—আবেদনকারী যুক্তরাষ্ট্রের সংস্কৃতি, সরকার বা নীতির বিরুদ্ধে কোনো ধরনের বিরূপ মনোভাব প্রকাশ করেছেন কি না।
কনস্যুলার অফিসাররা আবেদনকারীর ফেসবুক, এক্স (টুইটার), ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক মাধ্যম বিশ্লেষণ করে দেখবেন—তার মধ্যে যুক্তরাষ্ট্রবিরোধী মনোভাব বা উগ্রবাদী বার্তা রয়েছে কি না।
যুক্তরাষ্ট্র বলছে, যারা এই নির্দেশ মানতে অস্বীকৃতি জানাবেন বা অ্যাকাউন্ট গোপন রাখবেন, তাদের আবেদন বাতিল করার অধিকার কনস্যুলার কর্মকর্তারা সংরক্ষণ করেন।
বিশেষজ্ঞরা বলছেন, এটি মূলত অভিবাসন নীতির কঠোর রূপ, যা ট্রাম্প প্রশাসনেও আংশিকভাবে দেখা গিয়েছিল। এবার তা আরও স্পষ্টভাবে বাস্তবায়নের পথে হাঁটছে যুক্তরাষ্ট্র।

































