ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভারী বর্ষণের মধ্যেই ২০ জনকে পুশইন করেছে বিএসএফ

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
  • সর্বশেষ আপডেট ১০:১৭:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • / 114

ভারী বর্ষণের মধ্যেই ২০ জনকে পুশইন করেছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে ভারী বর্ষণের মধ্যেই ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ২০ বাংলাদেশিকে জোরপূর্বক সীমান্ত দিয়ে পুশইন করেছে। বুধবার ভোররাত প্রায় ৪টা ৪৫ মিনিটে ভারতের সভাপুর ক্যাম্প থেকে বিএসএফ সদস্যরা তাদের ৪/৫-১ এস আন্তর্জাতিক পিলারের পাশ দিয়ে বাংলাদেশে পাঠায়। এদের মধ্যে ৭ জন নারী ও ১০ জন শিশু রয়েছে। বর্তমানে তাদের ৫৩ বিজিবি ব্যাটালিয়নের হেফাজতে রাখা হয়েছে।

৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু জানান, ওই ২০ জন ব্যক্তি প্রায় এক দশক আগে অবৈধভাবে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ভারতে গিয়েছিলেন। পরে দিল্লির হরিয়ানায় একটি ইটভাটায় কাজ করছিলেন। ভারতীয় পুলিশ তাদের আটক করে এবং কয়েকদিন আটক রাখার পর বিএসএফের মাধ্যমে সীমান্তে এনে বাংলাদেশে ঠেলে দেয়।

ভুক্তভোগীদের একজন, রোজিনা বেগম বলেন, কয়েক দিন ধরে বিএসএফ তাদের আটকে রেখেছিল। ঠিকমতো খাওয়ানো হয়নি, শিশুদের কান্নাও উপেক্ষা করেছে তারা। এক পর্যায়ে বৃষ্টির মধ্যে ভিজিয়ে সীমান্তে ছেড়ে দেওয়া হয়। রোজিনা বলেন, “আমার সন্তানসহ অন্য শিশুরা ঠান্ডায় কাঁপছিল। এখন বাংলাদেশিরা আমাদের অনেক সহায়তা করছেন।”

অন্যদিকে দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক এক কিশোরকে বিজিবির কাছে ফিরিয়ে দিয়েছে বিএসএফ। বিজিবির ২০ ব্যাটালিয়নের মাধ্যমে পতাকা বৈঠকের পর মঙ্গলবার রাতে আল-আমিন নামে ওই কিশোরকে ফেরত দেওয়া হয়। সে হবিগঞ্জের কালিগাছতলা এলাকার মোহাম্মদ আলীর ছেলে। বিজিবির তথ্য অনুযায়ী, গত ১৫ জুন সে জাফলং সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে এবং পরে হিলি সীমান্ত দিয়ে ফেরার সময় বিএসএফ তাকে আটক করে। বিজিবি পরে তাকে হাকিমপুর থানায় হস্তান্তর করে।

এই ঘটনার মাধ্যমে আবারও ভারত-বাংলাদেশ সীমান্তে পুশইন পরিস্থিতি ও মানবিক সংকট স্পষ্ট হয়ে উঠেছে। সীমান্তে এমন আচরণ দুই দেশের মধ্যকার সম্পর্ক এবং মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে উদ্বেগজনক।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ভারী বর্ষণের মধ্যেই ২০ জনকে পুশইন করেছে বিএসএফ

সর্বশেষ আপডেট ১০:১৭:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে ভারী বর্ষণের মধ্যেই ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ২০ বাংলাদেশিকে জোরপূর্বক সীমান্ত দিয়ে পুশইন করেছে। বুধবার ভোররাত প্রায় ৪টা ৪৫ মিনিটে ভারতের সভাপুর ক্যাম্প থেকে বিএসএফ সদস্যরা তাদের ৪/৫-১ এস আন্তর্জাতিক পিলারের পাশ দিয়ে বাংলাদেশে পাঠায়। এদের মধ্যে ৭ জন নারী ও ১০ জন শিশু রয়েছে। বর্তমানে তাদের ৫৩ বিজিবি ব্যাটালিয়নের হেফাজতে রাখা হয়েছে।

৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু জানান, ওই ২০ জন ব্যক্তি প্রায় এক দশক আগে অবৈধভাবে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ভারতে গিয়েছিলেন। পরে দিল্লির হরিয়ানায় একটি ইটভাটায় কাজ করছিলেন। ভারতীয় পুলিশ তাদের আটক করে এবং কয়েকদিন আটক রাখার পর বিএসএফের মাধ্যমে সীমান্তে এনে বাংলাদেশে ঠেলে দেয়।

ভুক্তভোগীদের একজন, রোজিনা বেগম বলেন, কয়েক দিন ধরে বিএসএফ তাদের আটকে রেখেছিল। ঠিকমতো খাওয়ানো হয়নি, শিশুদের কান্নাও উপেক্ষা করেছে তারা। এক পর্যায়ে বৃষ্টির মধ্যে ভিজিয়ে সীমান্তে ছেড়ে দেওয়া হয়। রোজিনা বলেন, “আমার সন্তানসহ অন্য শিশুরা ঠান্ডায় কাঁপছিল। এখন বাংলাদেশিরা আমাদের অনেক সহায়তা করছেন।”

অন্যদিকে দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক এক কিশোরকে বিজিবির কাছে ফিরিয়ে দিয়েছে বিএসএফ। বিজিবির ২০ ব্যাটালিয়নের মাধ্যমে পতাকা বৈঠকের পর মঙ্গলবার রাতে আল-আমিন নামে ওই কিশোরকে ফেরত দেওয়া হয়। সে হবিগঞ্জের কালিগাছতলা এলাকার মোহাম্মদ আলীর ছেলে। বিজিবির তথ্য অনুযায়ী, গত ১৫ জুন সে জাফলং সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে এবং পরে হিলি সীমান্ত দিয়ে ফেরার সময় বিএসএফ তাকে আটক করে। বিজিবি পরে তাকে হাকিমপুর থানায় হস্তান্তর করে।

এই ঘটনার মাধ্যমে আবারও ভারত-বাংলাদেশ সীমান্তে পুশইন পরিস্থিতি ও মানবিক সংকট স্পষ্ট হয়ে উঠেছে। সীমান্তে এমন আচরণ দুই দেশের মধ্যকার সম্পর্ক এবং মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে উদ্বেগজনক।