ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
আহত ৩০

ভারতের হরিদ্বারে মন্দিরে পদদলিত হয়ে ৬ জন নিহত

অন্তার্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১০:১৯:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • / 192

ভারতের হরিদ্বারে মন্দিরে পদদলিত হয়ে ৬ জন নিহত

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের হরিদ্বার শহরের মনসা দেবী মন্দিরে রোববার (২৭ জুলাই) সকালে ভিড়ের চাপে পদদলিত হয়ে অন্তত ৬ জন পুণ্যার্থী প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় সময় সকাল থেকে মন্দিরে উপচে পড়া ভিড় জমে। মন্দির চত্বরে একটি বৈদ্যুতিক তার আচমকা পড়ে গেলে হঠাৎ আতঙ্ক ছড়িয়ে পড়ে। উপস্থিত লোকজন দৌড়ে পালাতে গেলে হুড়োহুড়ির মধ্যে অনেকে পড়ে যান এবং পদপিষ্ট হন।

স্থানীয় পুলিশ কর্মকর্তা ঋতেশ সাহা জানান, তার পড়ার সঙ্গে সঙ্গে বিশৃঙ্খলা শুরু হয়। আতঙ্কে লোকজন ছুটোছুটি শুরু করলে সিঁড়ির কাছে ব্যাপক হুড়োহুড়ি হয়। অনেকে নিচে পড়ে গেলে তাদের ওপর দিয়ে আরও অনেকে চলে যান। প্রত্যক্ষদর্শীদের ভাষায়, মুহূর্তেই পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিচয় শনাক্ত করার কাজ চলছে।

এই ঘটনার পর মন্দির এলাকায় নিরাপত্তা ও নিয়ন্ত্রণ আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আহত ৩০

ভারতের হরিদ্বারে মন্দিরে পদদলিত হয়ে ৬ জন নিহত

সর্বশেষ আপডেট ১০:১৯:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের হরিদ্বার শহরের মনসা দেবী মন্দিরে রোববার (২৭ জুলাই) সকালে ভিড়ের চাপে পদদলিত হয়ে অন্তত ৬ জন পুণ্যার্থী প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় সময় সকাল থেকে মন্দিরে উপচে পড়া ভিড় জমে। মন্দির চত্বরে একটি বৈদ্যুতিক তার আচমকা পড়ে গেলে হঠাৎ আতঙ্ক ছড়িয়ে পড়ে। উপস্থিত লোকজন দৌড়ে পালাতে গেলে হুড়োহুড়ির মধ্যে অনেকে পড়ে যান এবং পদপিষ্ট হন।

স্থানীয় পুলিশ কর্মকর্তা ঋতেশ সাহা জানান, তার পড়ার সঙ্গে সঙ্গে বিশৃঙ্খলা শুরু হয়। আতঙ্কে লোকজন ছুটোছুটি শুরু করলে সিঁড়ির কাছে ব্যাপক হুড়োহুড়ি হয়। অনেকে নিচে পড়ে গেলে তাদের ওপর দিয়ে আরও অনেকে চলে যান। প্রত্যক্ষদর্শীদের ভাষায়, মুহূর্তেই পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিচয় শনাক্ত করার কাজ চলছে।

এই ঘটনার পর মন্দির এলাকায় নিরাপত্তা ও নিয়ন্ত্রণ আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।