ভারতে সংবাদ সম্মেলন প্রমান দেশে আ.লীগ সমর্থক নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
- সর্বশেষ আপডেট ০৪:২২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
- / 6
দেশে সমর্থক না থাকার কারণেই ভারতের দিল্লিতে আওয়ামী লীগের নেতারা সংবাদ সম্মেলন করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্যারেড গ্রাউন্ডে ৬৩তম ব্যাচ মহিলা কারারক্ষীদের বুনিয়াদি প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের ওই অনুষ্ঠানে শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশের নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। এতে নির্বাচন ভণ্ডুল বা দেশে অস্থিরতার আশঙ্কাও নেই। তিনি দেশে পালিয়ে যাওয়া আওয়ামী নেতাকর্মীদের ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক সহযোগিতা কামনা করেন।
কারাগারের প্রসঙ্গে তিনি জানান, বন্দিদের জন্য পর্যাপ্ত জায়গা নেই এবং শিগগিরই নতুন কারাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। কারাগারে থাকা বন্দিদের মৌলিক মানবাধিকার সংরক্ষণ করে সমাজে পুনর্বাসন রাষ্ট্রের দায়িত্ব।
তিনি আরও বলেন, কোনো কারা কর্মকর্তা যদি ব্যক্তিস্বার্থ, লোভ বা রাজনৈতিক সুবিধার অংশ হয়ে কাজ করে, তাহলে সে শুধু আইন ভাঙে না, রাষ্ট্রের ভিত্তিকেও দুর্বল করে। কারার সদস্যরা কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষক নয়; তারা জনগণের করের টাকায় বেতনভুক্ত সরকারি কর্মচারী। জনকল্যাণই তাদের একমাত্র ব্রত হওয়া উচিত।
দুর্নীতিকেই তিনি দেশের সবচেয়ে বড় শত্রু হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, দুর্নীতি শুধু অর্থনৈতিক ক্ষতি করে না, এটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ভেতর থেকে ক্ষয় করে এবং জনগণের আস্থা ভেঙে দেয়।































