শিরোনাম
ভারতে আটক ১৫ বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর
নিজস্ব প্রতিবদেক, সাতক্ষীরা
- সর্বশেষ আপডেট ০১:১৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
- / 73
ভারতে আটক ১৫ বাংলাদেশী নাগরিককে সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। বুধবার (১ অক্টোবর) রাত ৯টার দিকে এসব নাগরিকদের সাতক্ষীরা থানায় হন্তান্তর করে বিজিবি।
এসব বাংলাদেশী নাগরিকরা খুলনা জেলার কয়রা ও ডুমুরিয়া এলাকার বাসিন্দা।
বিজিবি জানিয়েছে, সন্ধ্যায় ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের আমুদিয়া কোম্পানী কমান্ডার বিকাশ কুমার ও সাতক্ষীরা তলুইগাছা বিওপির কমান্ডার আবুল কাশেমের পতাকা বৈঠকের মাধ্যমে এসব নাগরিকদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।
সাতক্ষীরা থানার ওসি শামিনুল হক জানান, পরিচয় যাচাই বাছাই করে এসব বাংলাদেশী নাগরিকদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


































