ব্রিজের নিচে মিলল বিএনপি নেতার লাশ
- সর্বশেষ আপডেট ০২:২৯:৪২ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
- / 82
কক্সবাজারের টেকনাফে একটি ব্রিজের নিচ থেকে মো. ইউনুস সিকদার নামে এক বিএনপি নেতার লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) সকালে হ্নীলা ইউনিয়নের আনোয়ার প্রজেক্ট এলাকার রাস্তার মাথা ব্রিজের নিচে লাশটি দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ এসে তা উদ্ধার করে।
নিহত ইউনুস সিকদার আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের টেকনাফ উপজেলা শাখার আহ্বায়ক এবং সাবরাং ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ কাশেমের ছেলে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, ফজরের নামাজের পর মুসল্লিরা টেকনাফ–কক্সবাজার সড়কের পাশে পানিতে দুই হাত উঁচু অবস্থায় একটি মৃতদেহ ভাসতে দেখেন। পরে খবর পেয়ে টেকনাফ মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নেয়।
হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলী বলেন, “ইউনুস আমার ছোটবেলার বন্ধু। তাকে যারা হত্যা করেছে তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।”
কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, “দুদিন আগেও ইউনুস নির্বাচনের বিষয়ে আমার সঙ্গে আলোচনা করেছিলেন। আজ তার লাশ উদ্ধার হয়েছে—এটা অত্যন্ত মর্মান্তিক। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানাচ্ছি।”
টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) হিমেল রায় বলেন, “সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে এবং হত্যার কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।”
ঘটনাটি জানাজানি হতেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। ইউনুস সিকদার স্থানীয়ভাবে একজন জনপ্রিয় ক্রীড়া সংগঠক হিসেবেও পরিচিত ছিলেন।


































