যশোরের অভয়নগরে
ব্যবসায়ীকে বালুতে পুঁতে ৪ কোটি টাকা আদায়ের অভিযোগ
- সর্বশেষ আপডেট ০৮:৩৬:০৬ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
- / 131
যশোরের অভয়নগর উপজেলায় এক ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে বুকসমান বালুতে পুঁতে রেখে চার কোটি টাকা আদায়ের অভিযোগ উঠেছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন নওয়াপাড়া পৌর বিএনপির সদ্য বহিষ্কৃত এক নেতা এবং স্থানীয় একটি প্রেসক্লাবের শীর্ষ কর্মকর্তা।
ভুক্তভোগী ব্যবসায়ী শাহনেওয়াজ কবীর টিপু, যিনি নওয়াপাড়ার জাফ্রিদী এন্টারপ্রাইজের মালিক, তার পক্ষে স্ত্রী মোছা. আসমা খাতুন অভয়নগর সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দিয়েছেন। এর আগে তিনি থানা পুলিশের কাছেও অভিযোগ করলেও সেটি গ্রহণ করা হয়নি বলে দাবি করেছেন।
লিখিত অভিযোগ অনুযায়ী, ২০২৩ সালের ২ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে এক ব্যক্তি টিপুকে একটি রাজনৈতিক নেতার কার্যালয়ে ডেকে নিয়ে যান। সেখানেই তাকে মারধর করে এবং অস্ত্রের মুখে জিম্মি করে দুই কোটি টাকা দাবি করা হয়। পরে টিপুর স্ত্রী ব্যাংকের মাধ্যমে ওই নেতার প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে ২ কোটি টাকা স্থানান্তর করেন। টাকা পাওয়ার পর টিপুকে ছেড়ে দেওয়া হয়।
এরপর ১৮ সেপ্টেম্বর টিপুকে আবারো অপহরণ করা হয় বলে অভিযোগ। তাকে কনা ইকো পার্কে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বালুতে পুঁতে রাখা হয় এবং আরও ২ কোটি টাকা দাবি করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতা, স্থানীয় এক সাংবাদিক ও অন্য কয়েকজন। বাধ্য হয়ে টিপুর ম্যানেজার বিভিন্ন ব্যাংক থেকে মোট এক কোটি টাকা স্থানান্তর করেন এবং আরও এক কোটি টাকার চেক ও ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেয়া হয়। এ ঘটনার পর তাদেরকে কাউকে কিছু না বলার হুমকি দিয়ে ছেড়ে দেওয়া হয়।
অভিযোগের বিষয়ে অভিযুক্তদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া গেছে।
তবে স্থানীয় বিএনপির এক শীর্ষ নেতা জানিয়েছেন, অভিযুক্ত রাজনৈতিক নেতার বিরুদ্ধে আগেই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বর্তমানে তিনি দলীয় পদে নেই। তার কর্মকাণ্ডের দায় দল নেবে না বলেও জানান তিনি।
অভয়নগর থানার ওসি জানিয়েছেন, মৌখিক অভিযোগ পাওয়া গেছে। লিখিত অভিযোগ পেলে তা গ্রহণ করে যথাযথ তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।































