ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বৈঠকে চিকিৎসক বোর্ড, আসছে জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:৪৩:২০ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • / 61

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বৈঠক করেছে চিকিৎসক বোর্ড। শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে হওয়া বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন তারেক রহমান।

একই সঙ্গে দ্বিতীয় দফায় টানা তিন ঘণ্টা খালেদা জিয়ার পাশে ছিলেন তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান। এ সময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে রাত সোয়া ১১টার দিকে হাসপাতাল ত্যাগ করেন জুবাইদা রহমান।

আজ শনিবার (৬ ডিসেম্বর) বিকেল ৫ টায় কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসার কথা রয়েছে। সব ঠিক থাকলে আগামী রোববার উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়বেন বেগম খালেদা জিয়া।

গত ১৪ দিন ধরে রাজধানীর এভারকেয়ারে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বেগম খালেদা জিয়া। দেশি-বিদেশি চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ড তাকে চিকিৎসা দিচ্ছেন।

গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। ৩০ নভেম্বর ভোরের দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এসডিইউ থেকে সিসিইউতে (ক্রিটিক্যাল কেয়ার ইউনিট) নেয়া হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানা গেছে।

দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন তিনি। গত কয়েকদিন থেকেই এ অবস্থার তেমন কোন পরিবর্তন হয়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বৈঠকে চিকিৎসক বোর্ড, আসছে জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স

সর্বশেষ আপডেট ১১:৪৩:২০ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বৈঠক করেছে চিকিৎসক বোর্ড। শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে হওয়া বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন তারেক রহমান।

একই সঙ্গে দ্বিতীয় দফায় টানা তিন ঘণ্টা খালেদা জিয়ার পাশে ছিলেন তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান। এ সময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে রাত সোয়া ১১টার দিকে হাসপাতাল ত্যাগ করেন জুবাইদা রহমান।

আজ শনিবার (৬ ডিসেম্বর) বিকেল ৫ টায় কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসার কথা রয়েছে। সব ঠিক থাকলে আগামী রোববার উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়বেন বেগম খালেদা জিয়া।

গত ১৪ দিন ধরে রাজধানীর এভারকেয়ারে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বেগম খালেদা জিয়া। দেশি-বিদেশি চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ড তাকে চিকিৎসা দিচ্ছেন।

গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। ৩০ নভেম্বর ভোরের দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এসডিইউ থেকে সিসিইউতে (ক্রিটিক্যাল কেয়ার ইউনিট) নেয়া হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানা গেছে।

দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন তিনি। গত কয়েকদিন থেকেই এ অবস্থার তেমন কোন পরিবর্তন হয়নি।