বেলাব-শিবপুরে বৃক্ষরোপণ ও রাস্তা উদ্বোধন
- সর্বশেষ আপডেট ১০:০১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
- / 267
নরসিংদীর বেলাব ও শিবপুর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের হোসেননগর পাইলট হাই স্কুল এবং সরকারি শহীদ আসাদ কলেজে বৃক্ষরোপণ, রাস্তা উদ্বোধন ও সংবর্ধনা সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।
মঙ্গলবার (১ জুলাই) সকালে বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের হোসেননগর পাইলট হাই স্কুলে ২০২৪-২৫ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে নারিকেল, তাল, আম, লেবু, নিম, বেল, জাম, কাঁঠাল, মরিচ, উফশী শাকসবজি, ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক কৃষকদের ও প্রতিষ্ঠানের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা ও দূষণ প্রতিরোধে বৃক্ষরোপণ কার্যক্রম বড় ভূমিকা রাখবে। প্রকৃতি ধ্বংসের জন্য আমরাই দায়ী, তাই প্রকৃতি রক্ষায় বেশি বেশি গাছ লাগাতে হবে।”
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “বেলাব উপজেলায় প্রয়োজনে প্রথমে শিল্প প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহ করা হবে। বাসাবাড়িতে গ্যাস সংযোগ দেওয়ার ব্যাপারেও ইতিবাচক মনোভাব রয়েছে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সচিব ওয়াহিদ হোসেনের সহধর্মিণী বুশরা ফারাহ ওয়াহিদ, নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল করিম, সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন হালদার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. আব্দুল হাই, বেলাব থানা অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মুহিবুর রহমান সিদ্দিকী, রায়পুরা প্রেসক্লাব সভাপতি ফরিদ উদ্দিন, হোসেননগর পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আমিনুল হক চৌধুরী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. কাউছার কাজল (এম.এ), জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ।
অপরদিকে, শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়ন পরিষদ ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন, বৃক্ষরোপণ এবং রাস্তা উদ্বোধন অনুষ্ঠানে শিবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সরকারি শহীদ আসাদ কলেজে এক সংবর্ধনা ও বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. নাসির উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন সহকারী অধ্যাপক আবুল বাসার। এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফারজানা ইয়াসমিন, শিবপুর থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।






































