বেতাগীতে ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী বিএনপিতে যোগদান
- সর্বশেষ আপডেট ০১:০১:১৮ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
- / 69
বরগুনার বেতাগী উপজেলায় ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী নারী ও পুরুষ বিএনপিতে যোগদান করেছেন। শ্রী মনি সংকর, ঝর্ণা রানী, শ্রী গৌতম সরকার ও শ্রী তপন সরকারের নেতৃত্বে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দসহ তারা দলীয় কার্যক্রমে অন্তর্ভুক্ত হন।
শুক্রবার (২৮ নভেম্বর) রাতে উপজেলার জেলেপাড়া শ্রী শ্রী সার্বজনীন মন্দির ও হোসনাবাদ ইউনিয়নের ঝিলখোলা এলাকার চল্লিশঘর গ্রামে পৃথক দুইটি মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগ দেন।
অনুষ্ঠানে যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুল ইসলাম মনি। সভায় সভাপতিত্ব করেন বেতাগী উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মল্লিক। এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল হক মাস্টার, সাবেক উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র মো. শাহজাহান কবির, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফয়জুল মালেক সজীবসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি শ্যামল চন্দ্র হাওলাদার বলেন, আওয়ামী লীগ সরকারের ‘সন্ত্রাসী কর্মকাণ্ডে’ দেশের ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন, এখন ধর্মনিরপেক্ষ ও সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়তে তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করা প্রয়োজন।
বিএনপি নেতা নুরুল ইসলাম মনি বলেন, হিন্দু সম্প্রদায়ের জানমাল ও সংবিধান প্রদত্ত অধিকার রক্ষায় তারেক রহমান দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি দাবি করেন, অতীতে হিন্দুদের ওপর হওয়া ভূমি দখলের বেশিরভাগ ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত ছিলেন।
নুরুল ইসলাম মনি আরও বলেন, দেশের সকল ধর্মের মানুষের সমান অধিকার রক্ষার ভিত্তিতেই তারেক রহমান রাজনীতি করতে চান। তিনি মনে করেন, ধানের শীষ প্রতীকের বিজয় দেশের সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করবে।


































