বেগুন, লাউ ছাড়াও এনসিপির অপশনে আছে আরও যেসব প্রতীক
- সর্বশেষ আপডেট ০৪:০১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
- / 93
জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) প্রতীক বাছাইয়ের জন্য ৫০টি প্রতীকের তালিকা পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে আগামী ৭ অক্টোবরের মধ্যে প্রতীক পছন্দ করে নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানাতে অনুরোধ করা হয়েছে।
নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মো. রফিকুল ইসলামের স্বাক্ষর করা চিঠিতে বলা হয়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নামীয় দলটি নিবন্ধনের জন্য আবেদন করেছে, যা প্রাথমিক পর্যালোচনায় বিবেচিত হয়েছে। আবেদনপত্রে প্রতীক হিসেবে পছন্দের ক্রমানুসারে শাপলা, কলম ও মোবাইল উল্লেখ করা হয়েছিল, যা পরবর্তীতে পরিবর্তন করে শাপলা, লাল শাপলা ও সাদা শাপলা করা হয়।
উল্লেখ্য, নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮-এর বিধি ৯(১) মোতাবেক প্রার্থিত প্রতীক শাপলা অন্তর্ভুক্ত নয়।
গণপ্রতিনিধিত্ব আদেশ ও নির্বাচন পরিচালনা বিধিমালার অধীনে অনুষ্ঠিত যেকোনো নির্বাচনে কোনো দল কর্তৃক মনোনীত সব প্রার্থীর জন্য নির্ধারিত প্রতীক থেকে বেছে নেওয়া প্রতীক বরাদ্দ করা হবে। এভাবে বরাদ্দকৃত প্রতীক দলটির জন্য সংরক্ষিত থাকবে, যদি না পরবর্তীতে নির্ধারিত প্রতীকগুলোর মধ্য থেকে অন্য কোনো প্রতীক গ্রহণের ইচ্ছা প্রকাশ করা হয়। এ অবস্থায়, দলের নিবন্ধনের বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮-এর বিধি ৯(১) প্রতীকের তালিকা থেকে বরাদ্দবিহীন একটি প্রতীক পছন্দ করে আগামী ৭ অক্টোবরের মধ্যে লিখিতভাবে জানাতে অনুরোধ করা হয়েছে।
৫০ প্রতীকের তালিকা
নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেওয়া চিঠিতে এনসিপিকে ৫০টি প্রতীকের তালিকা দেওয়া হয়েছে।
এই ৫০টি প্রতীকের মধ্যে রয়েছে:
আলমারি, খাট, উটপাখি, ঘুড়ি, কাপ-পিরিচ, চশমা, দালান, বেগুন, চার্জার লাইট, কম্পিউটার, জগ, জাহাজ, টিউবওয়েল, টিফিন ক্যারিয়ার, টেবিল, টেবিল ঘড়ি, টেলিফোন, ফ্রিজ, তবলা, বক, মোরগ, কলম, তরমুজ, বাঁশি, লাউ, কলস, চিংড়ি, থালা, বেঞ্চ, লিচু, দোলনা, প্রজাপতি, বেলুন, ফুটবল, ফুলের টব, মোড়া, বালতি, কলা, বৈদ্যুতিক পাখা, মগ, মাইক, ময়ূর, মোবাইল ফোন, শঙ্খ, সেলাই মেশিন, সোফা, স্যুটকেস, হরিণ, হাঁস ও হেলিকপ্টার।
































