ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বুলু-দুদুকে বিএনপির সতর্কীকরণ নোটিশ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:৩০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
  • / 579

বুলু-দুদুকে বিএনপির সতর্কীকরণ নোটিশ

অসংলগ্ন ও বিতর্কিত বক্তব্য দেওয়ায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু এবং শামসুজ্জামান দুদুকে দলীয়ভাবে সতর্ক করে নোটিশ দিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার (৫ জুন) রাতে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে এই দুই নেতার কাছে নোটিশ পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা রুহুল কবির রিজভী।

দলীয় শীর্ষ নেতাদের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

সম্প্রতি বিএনপির এ দুই নেতার কিছু বক্তব্য রাজনৈতিক অঙ্গনসহ সচেতন মহলে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে।

গত ২০ মে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের আয়োজনে অনুষ্ঠিত একটি আলোচনা সভায় এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর এক মন্তব্যের জবাবে শামসুজ্জামান দুদু কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানান।

হাসনাত দাবি করেছিলেন, “আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়ে বিএনপি চলে।” এর জবাবে দুদু বলেন, “বিএনপি নেতারা যদি একত্রে প্রস্রাব করেন, তাহলে সেই প্রস্রাবের তোড়ে তোমরা বঙ্গোপসাগরে গিয়ে পড়বা। এমন কোনো কথা বলবা না, যার দায় নিতে পারবা না। বিএনপি যদি থুথু ফেলে, সেই থুথুর মধ্যেও তোমাকে খুঁজে পাওয়া যাবে না।”

অন্যদিকে, বরকতউল্লা বুলুর একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে তাকে অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মেনে নিতে অনিচ্ছা প্রকাশ করতে এবং তার ধর্মবিশ্বাস নিয়ে প্রশ্ন তুলতে শোনা যায়।

এই দুই বক্তব্য নিয়ে বিএনপির ভেতরেই সমালোচনা সৃষ্টি হয় এবং দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে বলে মনে করছেন শীর্ষ নেতারা।

এ কারণেই দলীয় শৃঙ্খলা বজায় রাখতে বরকতউল্লা বুলু ও শামসুজ্জামান দুদুকে সতর্ক করে আনুষ্ঠানিকভাবে নোটিশ দেওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বুলু-দুদুকে বিএনপির সতর্কীকরণ নোটিশ

সর্বশেষ আপডেট ১১:৩০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫

অসংলগ্ন ও বিতর্কিত বক্তব্য দেওয়ায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু এবং শামসুজ্জামান দুদুকে দলীয়ভাবে সতর্ক করে নোটিশ দিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার (৫ জুন) রাতে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে এই দুই নেতার কাছে নোটিশ পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা রুহুল কবির রিজভী।

দলীয় শীর্ষ নেতাদের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

সম্প্রতি বিএনপির এ দুই নেতার কিছু বক্তব্য রাজনৈতিক অঙ্গনসহ সচেতন মহলে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে।

গত ২০ মে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের আয়োজনে অনুষ্ঠিত একটি আলোচনা সভায় এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর এক মন্তব্যের জবাবে শামসুজ্জামান দুদু কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানান।

হাসনাত দাবি করেছিলেন, “আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়ে বিএনপি চলে।” এর জবাবে দুদু বলেন, “বিএনপি নেতারা যদি একত্রে প্রস্রাব করেন, তাহলে সেই প্রস্রাবের তোড়ে তোমরা বঙ্গোপসাগরে গিয়ে পড়বা। এমন কোনো কথা বলবা না, যার দায় নিতে পারবা না। বিএনপি যদি থুথু ফেলে, সেই থুথুর মধ্যেও তোমাকে খুঁজে পাওয়া যাবে না।”

অন্যদিকে, বরকতউল্লা বুলুর একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে তাকে অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মেনে নিতে অনিচ্ছা প্রকাশ করতে এবং তার ধর্মবিশ্বাস নিয়ে প্রশ্ন তুলতে শোনা যায়।

এই দুই বক্তব্য নিয়ে বিএনপির ভেতরেই সমালোচনা সৃষ্টি হয় এবং দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে বলে মনে করছেন শীর্ষ নেতারা।

এ কারণেই দলীয় শৃঙ্খলা বজায় রাখতে বরকতউল্লা বুলু ও শামসুজ্জামান দুদুকে সতর্ক করে আনুষ্ঠানিকভাবে নোটিশ দেওয়া হয়েছে।