ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বুড়িগঙ্গায় একদিনে চার লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:৪৪:২০ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • / 166

বুড়িগঙ্গায়  একদিনে চার লাশ উদ্ধার

ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীর বিভিন্ন স্থান থেকে একদিনে চারটি লাশ উদ্ধার করেছে নৌপুলিশ। শনিবার (২৩ আগস্ট) কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ইউনিয়নের মাদারীপুর ঘাট ও দক্ষিণ কেরানীগঞ্জের মীরেরবাগ কোল্ড স্টোরেজ ঘাট থেকে ভাসমান অবস্থায় মরদেহগুলো উদ্ধার করা হয়।

মৃতদেহগুলোর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ইউনিয়নের মাদারীপুর ঘাট থেকে উদ্ধার হওয়া যুবকের বয়স আনুমানিক ৪০ বছর এবং যুবতীর বয়স প্রায় ৩৫ বছর। যুবকের পরনে ছিল লাল রঙের চেক শার্ট ও ট্রাউজার, আর যুবতীর পরনে ছিল লাল সালোয়ার ও ছাই রঙের গেঞ্জি।

নৌপুলিশ বরিশুর ফাঁড়ির উপপরিদর্শক মোক্তার হোসেন জানান, খবর পেয়ে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই যুবক-যুবতীর মরদেহ উদ্ধার করা হয়। এসময় দেখা যায়, যুবকের হাতের সঙ্গে যুবতীর একটি হাত বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, তাদের মৃত্যুর ঘটনা ঘটেছে দুই থেকে তিন দিন আগে। মরদেহ ফুলে যাওয়ায় চেহারা শনাক্ত করা যাচ্ছে না। পরিচয় শনাক্তে ফরেনসিক দলকে অবহিত করা হয়েছে।

এদিকে শনিবার দুপুরে বুড়িগঙ্গা নদী থেকে সদরঘাট নৌথানা পুলিশ আরও দুটি মরদেহ উদ্ধার করে।

সদরঘাট নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহাগ রানা জানান, প্রথমে মীরেরবাগ কোল্ড স্টোরেজ ঘাটের কাছে ভাসমান অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করা হয়। তার গলায় কালো রঙের বোরকা পেঁচানো ছিল। ওই নারীর লাশ উদ্ধারের প্রায় এক ঘণ্টা পর একই স্থান থেকে ওড়না দিয়ে পেঁচানো অবস্থায় একটি শিশু ছেলের মরদেহ উদ্ধার করা হয়। নিহত নারীর বয়স আনুমানিক ৩০ বছর এবং শিশুটির বয়স ৩ থেকে ৪ বছর। নিহত নারীর পরনে ছিল সালোয়ার কামিজ।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বুড়িগঙ্গায় একদিনে চার লাশ উদ্ধার

সর্বশেষ আপডেট ০৫:৪৪:২০ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫

ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীর বিভিন্ন স্থান থেকে একদিনে চারটি লাশ উদ্ধার করেছে নৌপুলিশ। শনিবার (২৩ আগস্ট) কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ইউনিয়নের মাদারীপুর ঘাট ও দক্ষিণ কেরানীগঞ্জের মীরেরবাগ কোল্ড স্টোরেজ ঘাট থেকে ভাসমান অবস্থায় মরদেহগুলো উদ্ধার করা হয়।

মৃতদেহগুলোর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ইউনিয়নের মাদারীপুর ঘাট থেকে উদ্ধার হওয়া যুবকের বয়স আনুমানিক ৪০ বছর এবং যুবতীর বয়স প্রায় ৩৫ বছর। যুবকের পরনে ছিল লাল রঙের চেক শার্ট ও ট্রাউজার, আর যুবতীর পরনে ছিল লাল সালোয়ার ও ছাই রঙের গেঞ্জি।

নৌপুলিশ বরিশুর ফাঁড়ির উপপরিদর্শক মোক্তার হোসেন জানান, খবর পেয়ে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই যুবক-যুবতীর মরদেহ উদ্ধার করা হয়। এসময় দেখা যায়, যুবকের হাতের সঙ্গে যুবতীর একটি হাত বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, তাদের মৃত্যুর ঘটনা ঘটেছে দুই থেকে তিন দিন আগে। মরদেহ ফুলে যাওয়ায় চেহারা শনাক্ত করা যাচ্ছে না। পরিচয় শনাক্তে ফরেনসিক দলকে অবহিত করা হয়েছে।

এদিকে শনিবার দুপুরে বুড়িগঙ্গা নদী থেকে সদরঘাট নৌথানা পুলিশ আরও দুটি মরদেহ উদ্ধার করে।

সদরঘাট নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহাগ রানা জানান, প্রথমে মীরেরবাগ কোল্ড স্টোরেজ ঘাটের কাছে ভাসমান অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করা হয়। তার গলায় কালো রঙের বোরকা পেঁচানো ছিল। ওই নারীর লাশ উদ্ধারের প্রায় এক ঘণ্টা পর একই স্থান থেকে ওড়না দিয়ে পেঁচানো অবস্থায় একটি শিশু ছেলের মরদেহ উদ্ধার করা হয়। নিহত নারীর বয়স আনুমানিক ৩০ বছর এবং শিশুটির বয়স ৩ থেকে ৪ বছর। নিহত নারীর পরনে ছিল সালোয়ার কামিজ।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।