‘বিসিবির আচরণ’ নিয়ে তামিমের ক্ষোভ
- সর্বশেষ আপডেট ১১:১২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
- / 87
ক্রিকেটারদের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আচরণের তীব্র সমালোচনা করে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বিভিন্ন স্তরের ক্রিকেটাররা তাদের ন্যায্য অধিকারের দাবি জানাতে গিয়ে যে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন, সে বিষয়েই প্রশ্ন তুলেছেন তিনি।
রোববার (১৪ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে এই প্রতিবাদ জানান তারকা এই ক্রিকেটার।
ফেসবুক পোস্টে তামিম ইকবাল স্পষ্টত বোর্ডের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি লেখেন, বিসিবির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার হলো দেশের ক্রিকেটাররাই। অথচ শনিবার (১৩ ডিসেম্বর) একাধিক ডিভিশনের বেশ কিছু ক্রিকেটার তাদের যৌক্তিক দাবি ও অধিকার নিয়ে বিসিবিতে গেলে তাদের মাঠের গেটে দীর্ঘ সময় আটকে রাখা হয়।
তামিম এই ঘটনাটিকে ‘দুঃখজনক’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি উল্লেখ করেন, দাবি জানাতে যাওয়া ওই ক্রিকেটারদের গেটের বাইরে আটকে রাখা হয়। যদিও শেষ পর্যন্ত ক্রিকেটারদের একটি প্রতিনিধি দলকে ভেতরে প্রবেশের সুযোগ দেয়া হয়, তবে অনেক ক্রিকেটারের সঙ্গে করা আচরণ নিয়ে তিনি হতাশা প্রকাশ করেন।
স্ট্যাটাসে একজন ক্রিকেটার হিসেবে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে রাখেন তামিম ইকবাল।
































