ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিসিবি নির্বাচনে টিকে গেল বিতর্কিত ১৫ ক্লাব

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১১:৫৫:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • / 97

বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন ঘিরে টানা দু’দিনের উত্তেজনার পর শুক্রবার মিরপুর স্টেডিয়াম ছিল বেশ শান্ত। নির্বাচন কমিশন বুধবার আপত্তি গ্রহণ করে, বৃহস্পতিবার সেই আপত্তির ওপর শুনানি সম্পন্ন করে।

পরবর্তীতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। এতে কাউকে হতাশ করা হয়নি। আপিলের মাধ্যমে কাউন্সিলরশিপ ফিরে পেয়েছে ১৫টি বিতর্কিত ক্লাব। এর মধ্যে সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদের কাউন্সিলরশিপও টিকে গেছে। বাদ যাওয়া ছয় জেলার মধ্যে চূড়ান্ত তালিকায় কেবল নরসিংদী জেলা নেই, বাকি পাঁচ জেলা অন্তর্ভুক্ত হয়েছে।

৬ অক্টোবর বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হবে। চূড়ান্ত ভোটার তালিকায় মোট ১৯২ জন স্থান পেয়েছেন। শনিবার মনোনয়নপত্র বিতরণ এবং রবিবার মনোনয়নপত্র দাখিলের কার্যক্রম অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেইন বলেন, “অপেক্ষা করুন, ভালো কিছু দেখতে পাবেন।” তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে কোনো প্রার্থী বাদ পড়বে না। খসড়া ভোটার তালিকায় ছিল না ছয়টি জেলা এবং ১৫টি ক্লাবের কোনো প্রতিনিধি।

দুর্নীতির অভিযোগে যে ১৮টি ক্লাবের বিরুদ্ধে দুদকের তদন্ত চলছিল, তার মধ্যে ছিল ওই ১৫ ক্লাব। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এবং তদন্ত চলমান থাকায় ক্লাবগুলোকে নির্বাচনে অংশ নিতে অনুমোদন দেওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিসিবি নির্বাচনে টিকে গেল বিতর্কিত ১৫ ক্লাব

সর্বশেষ আপডেট ১১:৫৫:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন ঘিরে টানা দু’দিনের উত্তেজনার পর শুক্রবার মিরপুর স্টেডিয়াম ছিল বেশ শান্ত। নির্বাচন কমিশন বুধবার আপত্তি গ্রহণ করে, বৃহস্পতিবার সেই আপত্তির ওপর শুনানি সম্পন্ন করে।

পরবর্তীতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। এতে কাউকে হতাশ করা হয়নি। আপিলের মাধ্যমে কাউন্সিলরশিপ ফিরে পেয়েছে ১৫টি বিতর্কিত ক্লাব। এর মধ্যে সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদের কাউন্সিলরশিপও টিকে গেছে। বাদ যাওয়া ছয় জেলার মধ্যে চূড়ান্ত তালিকায় কেবল নরসিংদী জেলা নেই, বাকি পাঁচ জেলা অন্তর্ভুক্ত হয়েছে।

৬ অক্টোবর বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হবে। চূড়ান্ত ভোটার তালিকায় মোট ১৯২ জন স্থান পেয়েছেন। শনিবার মনোনয়নপত্র বিতরণ এবং রবিবার মনোনয়নপত্র দাখিলের কার্যক্রম অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেইন বলেন, “অপেক্ষা করুন, ভালো কিছু দেখতে পাবেন।” তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে কোনো প্রার্থী বাদ পড়বে না। খসড়া ভোটার তালিকায় ছিল না ছয়টি জেলা এবং ১৫টি ক্লাবের কোনো প্রতিনিধি।

দুর্নীতির অভিযোগে যে ১৮টি ক্লাবের বিরুদ্ধে দুদকের তদন্ত চলছিল, তার মধ্যে ছিল ওই ১৫ ক্লাব। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এবং তদন্ত চলমান থাকায় ক্লাবগুলোকে নির্বাচনে অংশ নিতে অনুমোদন দেওয়া হয়েছে।