বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান ১০০তম
- সর্বশেষ আপডেট ১০:৩৮:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
- / 144
বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশ ১০০তম স্থানে রয়েছে। একই অবস্থানে আছে উত্তর কোরিয়া। এই দুই দেশের নাগরিক কেবলমাত্র ৩৮টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
২০২৫ সালের হেনলি পাসপোর্ট সূচকে শীর্ষে রয়েছে সিঙ্গাপুর, যার নাগরিকরা ভিসা ছাড়া বা অন-অ্যারাইভাল ভিসা সুবিধায় ১৯৩টি দেশে ভ্রমণ করতে পারেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া, যাদের নাগরিকরা ১৯০টি দেশে যেতে পারেন, আর তৃতীয় স্থানে রয়েছে জাপান—১৮৯টি দেশের প্রবেশাধিকার নিয়ে।
অন্যদিকে তালিকার একদম শেষে আছে আফগানিস্তান, যার অবস্থান ১০৬তম। দেশটির নাগরিকরা মাত্র ২৪টি দেশে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল ভিসা সুবিধা পান।
হেনলি সূচকটি তৈরি করা হয়েছে আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা (আইএটিএ)–এর তথ্যের ভিত্তিতে। এতে মূল্যায়ন করা হয়েছে কোন দেশের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়াই বা অন-অ্যারাইভাল ভিসায় কতটি দেশে ভ্রমণ করতে পারেন। এ প্রক্রিয়ায় বিবেচনায় নেওয়া হয়েছে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট ও ২২৭টি গন্তব্যস্থল।
এই সূচক অনুযায়ী, বাংলাদেশের পাসপোর্ট এখনো তুলনামূলকভাবে দুর্বল অবস্থানে থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ ও মধ্য এশিয়ার কিছু দেশের সঙ্গে এর অবস্থান প্রায় কাছাকাছি রয়েছে।
































