ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বকাপের টিকিট পেতে ৫০ কোটির বেশি আবেদন, জানাল ফিফা

ইব্রাহীম ওয়ালিদ
  • সর্বশেষ আপডেট ০৮:০৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • / 41

ফিফা বিশ্বকাপ

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের টিকিটের জন্য ৫০ কোটির বেশি আবেদন পেয়েছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা। বুধবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে সংস্থাটি। টিকিটের দাম নিয়ে সমালোচনা থাকলেও বিশ্বকাপ ঘিরে দর্শকদের আগ্রহে কোনো ভাটা পড়েনি বলে উল্লেখ করেছে ফিফা।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় যৌথভাবে আয়োজিত এই বিশ্বকাপের জন্য ফিফার ২১১টি সদস্য দেশ ও অঞ্চলের সমর্থকেরা টিকিটের আবেদন করেছেন। লটারির মাধ্যমে টিকিট বরাদ্দের জন্য আবেদন জমা দেওয়ার সময়সীমা শেষ হয়েছে গত মঙ্গলবার। আবেদন সফল হয়েছে কি না, তা আগামী ৫ ফেব্রুয়ারি আবেদনকারীদের জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে ফিফা।

স্বাগতিক দেশগুলোর বাইরে সবচেয়ে বেশি টিকিটের চাহিদা এসেছে জার্মানি, ইংল্যান্ড, ব্রাজিল, স্পেন, পর্তুগাল, আর্জেন্টিনা ও কলম্বিয়া থেকে। সবচেয়ে বেশি চাহিদা দেখা গেছে ২৭ জুন মায়ামিতে অনুষ্ঠিত হতে যাওয়া কলম্বিয়া–পর্তুগাল ম্যাচে। এরপর রয়েছে ১৮ জুন গুয়াদালাহারায় মেক্সিকো–দক্ষিণ কোরিয়া ম্যাচ এবং ১৯ জুলাই নিউ জার্সিতে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনাল।

আগামী ১১ জুন শুরু হতে যাওয়া এই বিশ্বকাপে অংশ নেবে মোট ৪৮টি দল। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, “মাত্র এক মাসের একটু বেশি সময়ে ৫০ কোটির বেশি টিকিট আবেদন শুধু চাহিদার পরিমাণই নয়, এটি বিশ্বজুড়ে ফুটবলপ্রেমের স্পষ্ট বার্তা। এই অভূতপূর্ব সাড়ার জন্য সারা বিশ্বের ফুটবল সমর্থকদের ধন্যবাদ ও অভিনন্দন জানাই। তবে দুঃখজনক হলেও সত্য, স্টেডিয়ামের ভেতরে আমরা সবাইকে জায়গা দিতে পারছি না।”

এদিকে টিকিটের উচ্চমূল্য নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে ফিফা। বিভিন্ন সমর্থক সংগঠন টিকিটের দামকে ‘অতিরিক্ত’ ও ‘আকাশছোঁয়া’ বলে আখ্যা দিয়েছে। ইউরোপের ফুটবল সমর্থকদের সংগঠন ফুটবল সাপোর্টার্স ইউরোপ (এফএসই) জানিয়েছে, ২০২২ কাতার বিশ্বকাপের তুলনায় এবারের টিকিটের দাম প্রায় পাঁচ গুণ বেশি।

এই সমালোচনার পরিপ্রেক্ষিতে গত ডিসেম্বর ফিফা ৬০ ডলার (প্রায় ৭ হাজার ৩৩৭ টাকা) মূল্যের একটি নতুন কম দামের টিকিট শ্রেণি চালু করে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিশ্বকাপের টিকিট পেতে ৫০ কোটির বেশি আবেদন, জানাল ফিফা

সর্বশেষ আপডেট ০৮:০৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের টিকিটের জন্য ৫০ কোটির বেশি আবেদন পেয়েছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা। বুধবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে সংস্থাটি। টিকিটের দাম নিয়ে সমালোচনা থাকলেও বিশ্বকাপ ঘিরে দর্শকদের আগ্রহে কোনো ভাটা পড়েনি বলে উল্লেখ করেছে ফিফা।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় যৌথভাবে আয়োজিত এই বিশ্বকাপের জন্য ফিফার ২১১টি সদস্য দেশ ও অঞ্চলের সমর্থকেরা টিকিটের আবেদন করেছেন। লটারির মাধ্যমে টিকিট বরাদ্দের জন্য আবেদন জমা দেওয়ার সময়সীমা শেষ হয়েছে গত মঙ্গলবার। আবেদন সফল হয়েছে কি না, তা আগামী ৫ ফেব্রুয়ারি আবেদনকারীদের জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে ফিফা।

স্বাগতিক দেশগুলোর বাইরে সবচেয়ে বেশি টিকিটের চাহিদা এসেছে জার্মানি, ইংল্যান্ড, ব্রাজিল, স্পেন, পর্তুগাল, আর্জেন্টিনা ও কলম্বিয়া থেকে। সবচেয়ে বেশি চাহিদা দেখা গেছে ২৭ জুন মায়ামিতে অনুষ্ঠিত হতে যাওয়া কলম্বিয়া–পর্তুগাল ম্যাচে। এরপর রয়েছে ১৮ জুন গুয়াদালাহারায় মেক্সিকো–দক্ষিণ কোরিয়া ম্যাচ এবং ১৯ জুলাই নিউ জার্সিতে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনাল।

আগামী ১১ জুন শুরু হতে যাওয়া এই বিশ্বকাপে অংশ নেবে মোট ৪৮টি দল। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, “মাত্র এক মাসের একটু বেশি সময়ে ৫০ কোটির বেশি টিকিট আবেদন শুধু চাহিদার পরিমাণই নয়, এটি বিশ্বজুড়ে ফুটবলপ্রেমের স্পষ্ট বার্তা। এই অভূতপূর্ব সাড়ার জন্য সারা বিশ্বের ফুটবল সমর্থকদের ধন্যবাদ ও অভিনন্দন জানাই। তবে দুঃখজনক হলেও সত্য, স্টেডিয়ামের ভেতরে আমরা সবাইকে জায়গা দিতে পারছি না।”

এদিকে টিকিটের উচ্চমূল্য নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে ফিফা। বিভিন্ন সমর্থক সংগঠন টিকিটের দামকে ‘অতিরিক্ত’ ও ‘আকাশছোঁয়া’ বলে আখ্যা দিয়েছে। ইউরোপের ফুটবল সমর্থকদের সংগঠন ফুটবল সাপোর্টার্স ইউরোপ (এফএসই) জানিয়েছে, ২০২২ কাতার বিশ্বকাপের তুলনায় এবারের টিকিটের দাম প্রায় পাঁচ গুণ বেশি।

এই সমালোচনার পরিপ্রেক্ষিতে গত ডিসেম্বর ফিফা ৬০ ডলার (প্রায় ৭ হাজার ৩৩৭ টাকা) মূল্যের একটি নতুন কম দামের টিকিট শ্রেণি চালু করে।