বিরল রোগের কারণে বিয়ে করছেন না সালমান
- সর্বশেষ আপডেট ০৫:২৬:২৮ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
- / 230
বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি জানিয়েছেন, শরীরে একাধিক জটিল ও বিরল রোগের কারণে তিনি এখনও বিয়ে করেননি। নিজের স্বাস্থ্য পরিস্থিতি নিয়েই লড়াই চালিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত।
‘দ্য কপিল শর্মা শো’তে অতিথি হয়ে এসে জীবনের নানা দিক নিয়ে খোলামেলা কথা বলেন সালমান। সেখানেই প্রথমবার নিজের অসুস্থতার কথা প্রকাশ করেন তিনি।
সালমান জানান, তার মস্তিষ্ক ও স্নায়ুতে বাসা বেঁধেছে ট্রাইজেমিনাল নিউরোলজিয়া, এভি ম্যালফর্মেশন এবং অ্যানেউরিজম—এ ধরনের রোগ। এগুলো শুধু যন্ত্রণাদায়ক নয়, বরং হঠাৎ মৃত্যুর আশঙ্কাও তৈরি করে।
সালমান বলেন, “প্রতিদিন মনে হয় শরীরের একটা হাড় ভেঙে যাচ্ছে। স্বাভাবিক থাকার চেষ্টা করি, কিন্তু সেটা খুব সহজ নয়।”
বিয়ে না করার প্রসঙ্গে সালমান বলেন, “বিয়ে এবং বিচ্ছেদ দুটোই বড় সিদ্ধান্ত। এই বয়সে এসে সেই সিদ্ধান্ত নেওয়া সহজ নয়। শারীরিক সমস্যাগুলোর জন্যও বিষয়টি জটিল হয়ে পড়েছে।”
চিকিৎসকদের মতে, ট্রাইজেমিনাল নিউরোলজিয়া হলো এমন এক স্নায়বিক ব্যাধি, যার তীব্র ব্যথা দীর্ঘস্থায়ী হয়ে উঠতে পারে। এটি অনেক সময় মৃত্যুও ডেকে আনতে পারে।
তবে সব কিছুর পরেও কাজ থামাননি সালমান খান। শারীরিক সমস্যাকে পাশ কাটিয়ে সিনেমা ও সমাজসেবার কাজ করে যাচ্ছেন আগের মতোই।
































