ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ে করলেন কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা

বিনোদন প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৫০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • / 109

বিয়ে করলেন কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা

জনপ্রিয় কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তার স্বামী শুভংকর সেন, যিনি পেশায় মডেল এবং চাকরিজীবী। সোমবার (২৪ নভেম্বর) তাদের বিয়ে সম্পন্ন হয়েছে, যা নিশ্চিত করেছেন গায়িকা নিজেই।

পূজা জানিয়েছেন, গত এক বছর ধরে তাদের পরিচয় ও বন্ধুত্ব ছিল। পরে দুই পরিবারকে বিষয়টি জানালে পারিবারিকভাবে বিবাহ সম্পন্ন হয়। তিনি জীবনের নতুন অধ্যায়ের জন্য সকলের আশীর্বাদ চেয়েছেন।

বাঁধন সরকার পূজা দেশের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী। তার গাওয়া গানগুলো সমান জনপ্রিয়; ১০টিরও বেশি গান কোটিপতি দর্শকসংখ্যা পেরিয়েছে। এর মধ্যে রয়েছে—“তুমি দূরে দূরে আর থেকো না”, “সাত জনম”, “এত কাছে”, “চুপি চুপি”, “একটাই তুমি”, “তোমার আমার ভালোবাসা”, “তুমি ছাড়া”, “কেন বারে বারে”, “মানে না মন”, “মিউজিক তোমায় ছেড়ে”।।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিয়ে করলেন কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা

সর্বশেষ আপডেট ০৩:৫০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

জনপ্রিয় কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তার স্বামী শুভংকর সেন, যিনি পেশায় মডেল এবং চাকরিজীবী। সোমবার (২৪ নভেম্বর) তাদের বিয়ে সম্পন্ন হয়েছে, যা নিশ্চিত করেছেন গায়িকা নিজেই।

পূজা জানিয়েছেন, গত এক বছর ধরে তাদের পরিচয় ও বন্ধুত্ব ছিল। পরে দুই পরিবারকে বিষয়টি জানালে পারিবারিকভাবে বিবাহ সম্পন্ন হয়। তিনি জীবনের নতুন অধ্যায়ের জন্য সকলের আশীর্বাদ চেয়েছেন।

বাঁধন সরকার পূজা দেশের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী। তার গাওয়া গানগুলো সমান জনপ্রিয়; ১০টিরও বেশি গান কোটিপতি দর্শকসংখ্যা পেরিয়েছে। এর মধ্যে রয়েছে—“তুমি দূরে দূরে আর থেকো না”, “সাত জনম”, “এত কাছে”, “চুপি চুপি”, “একটাই তুমি”, “তোমার আমার ভালোবাসা”, “তুমি ছাড়া”, “কেন বারে বারে”, “মানে না মন”, “মিউজিক তোমায় ছেড়ে”।।