ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিমানের নতুন চেয়ারম্যান শেখ বশিরউদ্দীন

শরিয়ত খান, বিশেষ প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ১০:৫৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • / 333

বিমানের নতুন চেয়ারম্যান শেখ বশিরউদ্দীন

বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শেখ বশিরউদ্দীন বর্তমানে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বেও রয়েছেন।

মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টার দায়িত্বে থেকে নিজের মন্ত্রণালয়ের অধীনস্থ একটি কোম্পানির চেয়ারম্যান হওয়া নিয়ে ইতোমধ্যে প্রশ্ন উঠেছে।

মঙ্গলবার বিমান মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ বিমান আইন ও দ্যা কোম্পানিজ অ্যাক্ট অনুযায়ী “আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন অব বিমান বাংলাদেশ লিমিটেড” এর অনুচ্ছেদ ৫১ এর বিধান অনুসারে তাকে বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে।

শেখ বশিরউদ্দীন বর্তমান চেয়ারম্যান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরীর স্থলাভিষিক্ত হবেন। আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ১৯ অগাস্ট মুয়ীদ চৌধুরী বিমান বাংলাদেশের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। এক বছরের মধ্যে তিনি পদ ছাড়লে নতুন চেয়ারম্যান নির্বাচনের বিষয়টি সামনে আসে।

উল্লেখ্য, এর আগে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে নিয়োগ পাওয়ার মাত্র ১৯ দিনের মাথায় বিমানের চেয়ারম্যান পদ থেকে মুয়ীদ চৌধুরীকে সরানো হয়। আরও আগে, ১৯৯১ সালে বিএনপি সরকারের আমলে তিনি বিমান বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে দায়িত্ব পালন করেন, যা ১৯৯৪ সাল পর্যন্ত অব্যাহত ছিল। পরে ২০০১ সালে লতিফুর রহমানের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিমানের নতুন চেয়ারম্যান শেখ বশিরউদ্দীন

সর্বশেষ আপডেট ১০:৫৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শেখ বশিরউদ্দীন বর্তমানে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বেও রয়েছেন।

মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টার দায়িত্বে থেকে নিজের মন্ত্রণালয়ের অধীনস্থ একটি কোম্পানির চেয়ারম্যান হওয়া নিয়ে ইতোমধ্যে প্রশ্ন উঠেছে।

মঙ্গলবার বিমান মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ বিমান আইন ও দ্যা কোম্পানিজ অ্যাক্ট অনুযায়ী “আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন অব বিমান বাংলাদেশ লিমিটেড” এর অনুচ্ছেদ ৫১ এর বিধান অনুসারে তাকে বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে।

শেখ বশিরউদ্দীন বর্তমান চেয়ারম্যান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরীর স্থলাভিষিক্ত হবেন। আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ১৯ অগাস্ট মুয়ীদ চৌধুরী বিমান বাংলাদেশের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। এক বছরের মধ্যে তিনি পদ ছাড়লে নতুন চেয়ারম্যান নির্বাচনের বিষয়টি সামনে আসে।

উল্লেখ্য, এর আগে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে নিয়োগ পাওয়ার মাত্র ১৯ দিনের মাথায় বিমানের চেয়ারম্যান পদ থেকে মুয়ীদ চৌধুরীকে সরানো হয়। আরও আগে, ১৯৯১ সালে বিএনপি সরকারের আমলে তিনি বিমান বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে দায়িত্ব পালন করেন, যা ১৯৯৪ সাল পর্যন্ত অব্যাহত ছিল। পরে ২০০১ সালে লতিফুর রহমানের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হন।