ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিমানবন্দরের নিরাপত্তায় আসছে নতুন বাহিনী

শরিয়ত খান, বিশেষ প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০৩:০২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 165

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থায় আন্তর্জাতিক মান নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। এই লক্ষ্যে গঠনের প্রস্তাব এসেছে একটি নতুন বিশেষায়িত বাহিনী—এয়ার গার্ড অব বাংলাদেশ (এজিবি)। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় কমিটির বৈঠকে এ বিষয়টি নিয়ে বিস্তর আলোচনা হয়।

সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে গঠিত ১২ সদস্যের আন্তমন্ত্রণালয় কমিটি এজিবি গঠনের সম্ভাব্যতা যাচাই করছে। কমিটিকে এ বিষয়ে বিস্তারিত সুপারিশ প্রস্তুত করতে বলা হয়েছে। প্রস্তাব অনুমোদনের প্রক্রিয়ায় প্রথমে এটি যাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে, সেখান থেকে অর্থ মন্ত্রণালয়ের বাস্তবায়ন শাখার অনুমোদনের পর প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির বৈঠকে তোলা হবে।

এজিবি গঠনে একটি নতুন আইন প্রণয়নও প্রয়োজন হবে। আইনের খসড়া প্রস্তুত হলে তা উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করে চূড়ান্ত অনুমোদন নেওয়া হবে।

বৈঠকে উপস্থিত প্রতিনিধিরা জানিয়েছেন, নতুন বাহিনী গঠনে বড় অঙ্কের অর্থ প্রয়োজন হবে। তাই এর অর্থনৈতিক বাস্তবতা এবং বাজেট বরাদ্দ নিয়ে পরবর্তী বৈঠকগুলোতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

বর্তমানে দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা রক্ষায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছে। তবে সরকার চায়, আন্তর্জাতিক সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশনের (আইসিএও) নির্দেশনা অনুযায়ী একটি একক, প্রশিক্ষিত এবং পেশাদার বাহিনী এ দায়িত্ব পালন করুক।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ সচিব বলেন, “আইসিএও নির্দেশনার আলোকে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থায় যুগোপযোগী পরিবর্তন আনা জরুরি।

কমিটি ভবিষ্যতে আরও কয়েকটি বৈঠক করবে এবং চূড়ান্ত সুপারিশ জমা দেবে। সবকিছু ঠিকঠাক থাকলে, দেশের বিমানবন্দরের নিরাপত্তায় এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে—এয়ার গার্ড অব বাংলাদেশের মাধ্যমে।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিমানবন্দরের নিরাপত্তায় আসছে নতুন বাহিনী

সর্বশেষ আপডেট ০৩:০২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থায় আন্তর্জাতিক মান নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। এই লক্ষ্যে গঠনের প্রস্তাব এসেছে একটি নতুন বিশেষায়িত বাহিনী—এয়ার গার্ড অব বাংলাদেশ (এজিবি)। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় কমিটির বৈঠকে এ বিষয়টি নিয়ে বিস্তর আলোচনা হয়।

সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে গঠিত ১২ সদস্যের আন্তমন্ত্রণালয় কমিটি এজিবি গঠনের সম্ভাব্যতা যাচাই করছে। কমিটিকে এ বিষয়ে বিস্তারিত সুপারিশ প্রস্তুত করতে বলা হয়েছে। প্রস্তাব অনুমোদনের প্রক্রিয়ায় প্রথমে এটি যাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে, সেখান থেকে অর্থ মন্ত্রণালয়ের বাস্তবায়ন শাখার অনুমোদনের পর প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির বৈঠকে তোলা হবে।

এজিবি গঠনে একটি নতুন আইন প্রণয়নও প্রয়োজন হবে। আইনের খসড়া প্রস্তুত হলে তা উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করে চূড়ান্ত অনুমোদন নেওয়া হবে।

বৈঠকে উপস্থিত প্রতিনিধিরা জানিয়েছেন, নতুন বাহিনী গঠনে বড় অঙ্কের অর্থ প্রয়োজন হবে। তাই এর অর্থনৈতিক বাস্তবতা এবং বাজেট বরাদ্দ নিয়ে পরবর্তী বৈঠকগুলোতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

বর্তমানে দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা রক্ষায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছে। তবে সরকার চায়, আন্তর্জাতিক সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশনের (আইসিএও) নির্দেশনা অনুযায়ী একটি একক, প্রশিক্ষিত এবং পেশাদার বাহিনী এ দায়িত্ব পালন করুক।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ সচিব বলেন, “আইসিএও নির্দেশনার আলোকে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থায় যুগোপযোগী পরিবর্তন আনা জরুরি।

কমিটি ভবিষ্যতে আরও কয়েকটি বৈঠক করবে এবং চূড়ান্ত সুপারিশ জমা দেবে। সবকিছু ঠিকঠাক থাকলে, দেশের বিমানবন্দরের নিরাপত্তায় এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে—এয়ার গার্ড অব বাংলাদেশের মাধ্যমে।