বিমানবন্দরে ১৫টি মোবাইলসহ আনসার সদস্য আটক
- সর্বশেষ আপডেট ১২:১৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
- / 106
হজরাত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্স থেকে ১৫ টি মোবাইল ফোন চুরি করার সময় দায়িত্বরত এক আনসার সদস্যকে হাতেনাতে আটক করা হয়েছে। আটক ওই আনসার সদস্যের নাম জেনারুল।
বুধবার (৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে ঢাকা বিমানবন্দরের ৮ নম্বর গেট (হ্যাঙ্গার গেট) দিয়ে বের হবার সময় তাকে আটক করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিরাপত্তা কর্মীরা। এ সময় তার বুট, জুতা, প্যান্ট ও শার্টে লুকিয়ে রাখা অবস্থায় অন্তত ১৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দায়িত্বশীল সূত্র জানান, অভিযুক্ত আনসার সদস্য কার্গো কমপ্লেক্সের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। তার হাঁটাচলায় অস্বাভাবিকতা লক্ষ্য করে নিরাপত্তা কর্মীরা তল্লাশি চালান এবং মোবাইলগুলো উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে, বাইরে তার সহযোদ্ধারা অপেক্ষা করছিলেন।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, আনসার সদস্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
































