ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিমানবন্দরে আটকে গেলেন দিশা পাটানি

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৯:১৬:৫০ অপরাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫
  • / 575

বিমানবন্দরে আটকে গেলেন দিশা পাটানি

গ্ল্যামার আর স্টাইলের জন্য বলিউডে বরাবরই আলোচনায় থাকেন দিশা পাটানি। রেড কার্পেট থেকে রাস্তায় হাঁটা—সবখানেই সাবলীল তিনি। তবে এবার আলোচনায় এলেন একটু অন্য কারণে। রবিবার সকালে মুম্বাই বিমানবন্দরে এক হাস্যকর ঘটনার মুখে পড়েন এই অভিনেত্রী।

সাদা ফুলহাতা টি-শার্ট ও ঢিলেঢালা নীল ডেনিম জিনস পরে একেবারে ক্যাজুয়াল লুকে হাজির হয়েছিলেন দিশা। গাড়ি থেকে নেমে হাসিমুখে পাপারাজ্জিদের উদ্দেশে হাত নাড়িয়ে প্রবেশ করছিলেন বিমানবন্দরে। কিন্তু গেটে পৌঁছেই বাধে বিপত্তি—পাসপোর্ট সঙ্গে আনতেই ভুলে গেছেন তিনি!

বিষয়টি বুঝতে পেরে হতভম্ব হন দিশা। কিছুটা অপ্রস্তুত মুখে আবার ফিরে আসেন বাইরে। পাশে দাঁড়ানো পাপারাজ্জিরা জানতে চাইলে দিশা হেসে শুধু বলেন, “কিছু না।” এরপর আর কথা না বাড়িয়ে গাড়িতে উঠে দ্রুত স্থান ত্যাগ করেন তিনি।

ঘটনাটির ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই মজার ছলে মন্তব্য করছেন, “তারকা হলেও ভুল তো মানুষই করে!” কেউ কেউ লিখেছেন, “এবার দিশার ব্যাগের চেকলিস্টে পাসপোর্ট সবার ওপরে থাকবে!”

দিশা কোথায় যাচ্ছিলেন, তা নিশ্চিতভাবে জানা না গেলেও ধারণা করা হচ্ছে, সম্ভবত বিদেশ সফরেই রওনা দিচ্ছিলেন তিনি। কারণ এর আগেও গত মাসে ফ্রান্সের মোনাকোতে অনুষ্ঠিত ‘এফ-১ গ্র্যান্ড পিক্স ২০২৫’-এ উপস্থিত ছিলেন তিনি। সেই ইভেন্টে তাঁর ব্যাকলেস টপ, ব্যাগি জিনস আর স্টাইলিশ অ্যাকসেসরিজ ছিল সোশ্যাল মিডিয়ার আলোচনার শীর্ষে।

২০১৬ সালে ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে দিশা পাটানির। এরপর তামিল সিনেমা ‘লোফার’ ও একটি আন্তর্জাতিক প্রজেক্টে সোনু সুদের সঙ্গে কাজ করে নিজের অবস্থান মজবুত করেন তিনি।

বর্তমানে দিশা ব্যস্ত আছেন বহুল প্রতীক্ষিত অ্যাকশন-কমেডি সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’–এর শুটিং নিয়ে।

তারকারাও যে মাঝেমধ্যে ভুল করেন, দিশার এই পাসপোর্ট–বিভ্রাট তারই এক নিখাদ, মানবিক উদাহরণ!

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিমানবন্দরে আটকে গেলেন দিশা পাটানি

সর্বশেষ আপডেট ০৯:১৬:৫০ অপরাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫

গ্ল্যামার আর স্টাইলের জন্য বলিউডে বরাবরই আলোচনায় থাকেন দিশা পাটানি। রেড কার্পেট থেকে রাস্তায় হাঁটা—সবখানেই সাবলীল তিনি। তবে এবার আলোচনায় এলেন একটু অন্য কারণে। রবিবার সকালে মুম্বাই বিমানবন্দরে এক হাস্যকর ঘটনার মুখে পড়েন এই অভিনেত্রী।

সাদা ফুলহাতা টি-শার্ট ও ঢিলেঢালা নীল ডেনিম জিনস পরে একেবারে ক্যাজুয়াল লুকে হাজির হয়েছিলেন দিশা। গাড়ি থেকে নেমে হাসিমুখে পাপারাজ্জিদের উদ্দেশে হাত নাড়িয়ে প্রবেশ করছিলেন বিমানবন্দরে। কিন্তু গেটে পৌঁছেই বাধে বিপত্তি—পাসপোর্ট সঙ্গে আনতেই ভুলে গেছেন তিনি!

বিষয়টি বুঝতে পেরে হতভম্ব হন দিশা। কিছুটা অপ্রস্তুত মুখে আবার ফিরে আসেন বাইরে। পাশে দাঁড়ানো পাপারাজ্জিরা জানতে চাইলে দিশা হেসে শুধু বলেন, “কিছু না।” এরপর আর কথা না বাড়িয়ে গাড়িতে উঠে দ্রুত স্থান ত্যাগ করেন তিনি।

ঘটনাটির ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই মজার ছলে মন্তব্য করছেন, “তারকা হলেও ভুল তো মানুষই করে!” কেউ কেউ লিখেছেন, “এবার দিশার ব্যাগের চেকলিস্টে পাসপোর্ট সবার ওপরে থাকবে!”

দিশা কোথায় যাচ্ছিলেন, তা নিশ্চিতভাবে জানা না গেলেও ধারণা করা হচ্ছে, সম্ভবত বিদেশ সফরেই রওনা দিচ্ছিলেন তিনি। কারণ এর আগেও গত মাসে ফ্রান্সের মোনাকোতে অনুষ্ঠিত ‘এফ-১ গ্র্যান্ড পিক্স ২০২৫’-এ উপস্থিত ছিলেন তিনি। সেই ইভেন্টে তাঁর ব্যাকলেস টপ, ব্যাগি জিনস আর স্টাইলিশ অ্যাকসেসরিজ ছিল সোশ্যাল মিডিয়ার আলোচনার শীর্ষে।

২০১৬ সালে ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে দিশা পাটানির। এরপর তামিল সিনেমা ‘লোফার’ ও একটি আন্তর্জাতিক প্রজেক্টে সোনু সুদের সঙ্গে কাজ করে নিজের অবস্থান মজবুত করেন তিনি।

বর্তমানে দিশা ব্যস্ত আছেন বহুল প্রতীক্ষিত অ্যাকশন-কমেডি সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’–এর শুটিং নিয়ে।

তারকারাও যে মাঝেমধ্যে ভুল করেন, দিশার এই পাসপোর্ট–বিভ্রাট তারই এক নিখাদ, মানবিক উদাহরণ!