ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিমানবন্দর থেকে অস্ত্র চুরির তথ্য নিশ্চিত নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৩২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • / 131

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ফাইল ছবি

বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার সময় সেখান থেকে অস্ত্র চুরি হয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং যাচাই শেষে সঠিক তথ্য জানা যাবে।

মঙ্গলবার (৪ নভেম্বর) সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বিমানবন্দরের ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে, যার প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। ইতোমধ্যে তিনি কয়েকটি দেশে চিঠি পাঠিয়েছেন এবং কিছু দেশের বিশেষজ্ঞরাও তদন্তে যোগ দিয়েছেন। তবে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি, কার্গো ভিলেজ থেকে আদৌ কোনো অস্ত্র চুরি হয়েছে কি না। তদন্ত শেষে বিষয়টি স্পষ্ট হবে। যদি চুরি হয়ে থাকে, তাহলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

বৈঠকে নির্বাচন ও নিরাপত্তা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। তিনি বলেন, সম্প্রতি একটি দল নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে, এ কারণে কিছু এলাকায় ছোটখাটো ঘটনা ঘটেছে—বৈঠকে সেগুলো নিয়েও আলোচনা হয়েছে।

পুলিশ কমিশন গঠনের বিষয়ে তিনি জানান, বৈঠকে এ নিয়ে বিস্তারিত আলোচনা না হলেও শিগগিরই বিষয়টি চূড়ান্ত হবে। কমিশন গঠনের পর এর কাঠামো ও সুবিধা সম্পর্কে জানা যাবে।

নির্বাচনে সেনাবাহিনীর ক্ষমতা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার এখনও রয়েছে এবং তা কার্যকর আছে।

এ ছাড়া বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে অনুষ্ঠিত নির্বাচনে দায়িত্ব পালন করা ওসিদের বিষয়ে তিনি বলেন, প্রথমে যেসব কর্মকর্তা টানা তিনটি নির্বাচনে কাজ করেছেন তাদের বাদ দেওয়া হবে। এরপর পর্যায়ক্রমে দুইটি বা একটি নির্বাচনে কাজ করা কর্মকর্তাদের ক্ষেত্রেও একই প্রক্রিয়া বিবেচনা করা হবে। তবে নতুন ওসি নিয়োগ এখনই দেওয়া সম্ভব নয় বলে জানান তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিমানবন্দর থেকে অস্ত্র চুরির তথ্য নিশ্চিত নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

সর্বশেষ আপডেট ০৩:৩২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫

বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার সময় সেখান থেকে অস্ত্র চুরি হয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং যাচাই শেষে সঠিক তথ্য জানা যাবে।

মঙ্গলবার (৪ নভেম্বর) সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বিমানবন্দরের ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে, যার প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। ইতোমধ্যে তিনি কয়েকটি দেশে চিঠি পাঠিয়েছেন এবং কিছু দেশের বিশেষজ্ঞরাও তদন্তে যোগ দিয়েছেন। তবে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি, কার্গো ভিলেজ থেকে আদৌ কোনো অস্ত্র চুরি হয়েছে কি না। তদন্ত শেষে বিষয়টি স্পষ্ট হবে। যদি চুরি হয়ে থাকে, তাহলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

বৈঠকে নির্বাচন ও নিরাপত্তা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। তিনি বলেন, সম্প্রতি একটি দল নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে, এ কারণে কিছু এলাকায় ছোটখাটো ঘটনা ঘটেছে—বৈঠকে সেগুলো নিয়েও আলোচনা হয়েছে।

পুলিশ কমিশন গঠনের বিষয়ে তিনি জানান, বৈঠকে এ নিয়ে বিস্তারিত আলোচনা না হলেও শিগগিরই বিষয়টি চূড়ান্ত হবে। কমিশন গঠনের পর এর কাঠামো ও সুবিধা সম্পর্কে জানা যাবে।

নির্বাচনে সেনাবাহিনীর ক্ষমতা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার এখনও রয়েছে এবং তা কার্যকর আছে।

এ ছাড়া বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে অনুষ্ঠিত নির্বাচনে দায়িত্ব পালন করা ওসিদের বিষয়ে তিনি বলেন, প্রথমে যেসব কর্মকর্তা টানা তিনটি নির্বাচনে কাজ করেছেন তাদের বাদ দেওয়া হবে। এরপর পর্যায়ক্রমে দুইটি বা একটি নির্বাচনে কাজ করা কর্মকর্তাদের ক্ষেত্রেও একই প্রক্রিয়া বিবেচনা করা হবে। তবে নতুন ওসি নিয়োগ এখনই দেওয়া সম্ভব নয় বলে জানান তিনি।