বিভিন্ন বাহিনীর সঙ্গে ইসির ‘আইন-শৃঙ্খলা’ বৈঠক
- সর্বশেষ আপডেট ১১:২১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
- / 105
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে এই বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
বৈঠকে অংশ নিয়েছেন তিন বাহিনীর প্রধানের প্রতিনিধি, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), র্যাব, বিজিবি, কোস্ট গার্ডসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তা। পাশাপাশি নির্বাচন কমিশনাররাও উপস্থিত ছিলেন।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠকে নির্বাচনের চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনা করা হচ্ছে। সংসদ নির্বাচনে যেসব বিষয় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়েছে, তা হলো—ভোটগ্রহণ কর্মকর্তা, ভোটকেন্দ্রের নিরাপত্তা, নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা বাহিনীর কাজের সমন্বয়, অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণ, বিদেশি সাংবাদিক ও প্রাক-পর্যবেক্ষকদের নিরাপত্তা, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য রোধ, পোস্টাল ভোটিং ব্যবস্থাপনা, নির্বাচনী সময় সশস্ত্র বাহিনীর মোতায়েন, অনুপ্রবেশকারীর নিয়ন্ত্রণ, নির্বাচন অফিসের নিরাপত্তা, গোয়েন্দা সংস্থার পরামর্শে শান্তিশৃঙ্খলা ব্যবস্থা, পার্বত্য ও দুর্গম এলাকায় নির্বাচনী সামগ্রী পরিবহন, ভোটগ্রহণ কর্মকর্তাদের জন্য হেলিকপ্টার সহায়তা এবং ড্রোন ক্যামেরা ব্যবহার নিষিদ্ধকরণ।
নির্বাচন কমিশন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের প্রস্তুতি সম্পন্ন করার লক্ষ্য রাখছে। এর আগে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হতে পারে।































