বিপিএলের পাঁচ দলের নাম চূড়ান্ত
- সর্বশেষ আপডেট ০৬:০৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
- / 92
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের ১২তম আসরে অংশ নেবে পাঁচটি দল। ১১টি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়ার পর বিসিবি যাচাই-বাছাই করে এই পাঁচ দল চূড়ান্ত করেছে। বৃহস্পতিবার বোর্ড ওই পাঁচ দলের নাম চূড়ান্ত করেছে।
পুরনো ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস একই মালিকানায় থাকায় তাদের নাম অপরিবর্তিত রাখা হয়েছে। নতুন ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে নাবিল গ্রুপ রাজশাহী থেকে দল নিয়েছে এবং নামকরণ করা হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। চট্টগ্রাম থেকে দল পেয়েছে টায়াএঙ্গেল স্পোর্টস, নাম হয়েছে চট্টগ্রাম রয়্যালস। সিলেট থেকে দল পেয়েছে ক্রিকেট উইথ সামি, নামকরণ হয়েছে সিলেট টাইটান্স।
বিসিবি জানিয়েছে, ভবিষ্যতে ফ্র্যাঞ্চাইজির মালিকানা বদল হলেও দলগুলোর নাম অপরিবর্তিত থাকবে।
বিপিএলের পাঁচ দল: ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স, সিলেট টাইটান্স।































