বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করলো পাথওয়ে
- সর্বশেষ আপডেট ০৩:৩৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
- / 138
কর্মজীবী নারী, তৃতীয় লিঙ্গের মানুষসহ সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি ও স্বনির্ভরতা নিশ্চিত করতে বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা পাথওয়ে। এ উপলক্ষে বুধবার (২৭ নভেম্বর) রাজধানীতে পাথওয়ের হলরুমে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) নীলিমা আখতার। বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এবং নারী বিষয়ক সম্পাদক রোজিনা রোজী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পাথওয়ের নির্বাহী পরিচালক মো. শাহিন।
পাথওয়ে জানায়, সড়ক নিরাপত্তা বৃদ্ধি, দুর্ঘটনা কমানো এবং কর্মসংস্থান তৈরির লক্ষ্য নিয়ে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আর্থিক বা সামাজিক কারণে যারা সাধারণ ড্রাইভিং কোর্সে অংশ নিতে পারেন না—বিশেষ করে কর্মজীবী নারী, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী ও অসহায়-দরিদ্র মানুষ—তাদের অগ্রাধিকার ভিত্তিতে প্রশিক্ষণ দেওয়া হবে।
বিআরটিএ অনুমোদিত পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুল আন্তর্জাতিক মানের পাঠ্যক্রম অনুযায়ী থিওরি ও ব্যবহারিক ক্লাস পরিচালনা করে। প্রতিষ্ঠানটির দাবি, দক্ষ প্রশিক্ষক, নিরাপদ প্রশিক্ষণব্যবস্থা এবং আধুনিক সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
প্রশিক্ষণে অংশ নিতে আগ্রহীরা পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুলের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনকারীদের ব্যক্তিগত তথ্য, জাতীয় পরিচয়পত্র নম্বর, ছবি, পেশা, শিক্ষাগত যোগ্যতা এবং প্রশিক্ষণ প্রয়োজনের কারণ উল্লেখ করতে হবে। নির্বাচিতদের ফোন বা ইমেইলের মাধ্যমে পরবর্তী ধাপ জানিয়ে দেওয়া হবে।
পাথওয়ে বলছে, এটি লাভের উদ্দেশ্যে পরিচালিত নয়; বরং সামাজিক দায়বদ্ধতা থেকে নেওয়া একটি উন্নয়নমূলক পদক্ষেপ। প্রতিষ্ঠানটি আশা করছে—বিনামূল্যের এই ড্রাইভিং প্রশিক্ষণ কর্মসূচি প্রান্তিক মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে এবং নিরাপদ সড়ক গড়ে তুলতে সহায়তা করবে।






































