শিরোনাম
বিধ্বস্তের আগে যে সংকেত পাঠিয়েছিলেন পাইলট
আন্তর্জাতিক ডেস্ক
- সর্বশেষ আপডেট ০৬:০১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
- / 242
ভারতের আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান (এআই১৭১) আজ দুপুরে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে ২৪২ জন আরোহী ছিলেন—যার মধ্যে ছিলেন দুজন পাইলট, ১০ জন কেবিন ক্রু ও ২৩০ জন যাত্রী।
বিধ্বস্ত হওয়ার আগে পাইলটরা ‘মে ডে কল’ নামে একটি জরুরি সংকেত পাঠান, যা সাধারণত বিপদের সময় পাঠানো হয়। কিন্তু এরপর আর তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি বলে জানিয়েছে ভারতের বিমান নিয়ন্ত্রক সংস্থা।
বিমানটি আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড়েছিল দুপুর ১টা ৩৯ মিনিটে। কিছুক্ষণ পরই এটি একটি আবাসিক এলাকায় ভেঙে পড়ে। ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, বিমান থেকে কালো ধোঁয়া আকাশে উঠছে।
দুর্ঘটনায় হতাহতের সংখ্যা এখনো নিশ্চিত নয়। উদ্ধারকাজ চলছে।
এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে বলেছে, তারা বিষয়টি খতিয়ে দেখছে এবং বিস্তারিত পরে জানানো হবে।
Tag :
#উদ্ধারঅভিযান #এভিয়েশন #এয়ারক্র্যাশ #ড্রিমলাইনার #নিরাপত্তাসংকেত #পাইলটকমিউনিকেশন #পাইলটসংকেত #পাইলটসঙ্কেত #ফ্লাইটইমার্জেন্সি #বিমানদুর্ঘটনা #বিমাননিরাপত্তা #বিমানসংকেত #বিমানসংকেতবার্তা #বিমানসংকেতসমস্যা #সংকেতপাঠানো বিধ্বস্ত































